ছাএলীগের কমিটিতে পদ চান থর

৫৫৮ পঠিত ... ১৬:৫৬, জুলাই ০৩, ২০২২

Thor

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের জনপ্রিয় সুপারহিরো থর। জার্মান পুরানের হাতুড়ি-ধারী এক দেবতাও তিনি। জীবনের এত অর্জনের পরও নতুন এক অর্জনের দিকে নিজের আগ্রহের কথা জানালেন থর। তিনি জানিয়েছেন, পরবর্তী ছাএলীগ কমিটিতে পদ চান তিনি।

নিজেকে ছাএলীগের একজন পরিচয় দিয়ে থর বলেন, ‘আমি ভাবতাম, এই হাতুড়ি আমি কোথা থেকে পেয়েছি! আমি কে? কী আমার পরিচয়? কিন্তু একদিন ছাএলীগের কথা জানতে পেরে আমার ভুল ভেঙে যায়। মনে হয়, আমার হাতুড়িটির সেখানে থেকেই এসেছে। পূর্বজন্মে হয়তো আমি ছাএলীগের কোনো কমিটিতে ছিলাম।’

কী পদ চান জানতে চাইলে থর বলেন, ‘আমি খুব দ্রুত আগাতে চাই না। আপাতত মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের সেক্রেটারি করে দিলেই হবে। যদিও আয়রনম্যানের মত দূর্দান্ত একটা হেলমেট থাকলে সভাপতির পদই চাইতাম। আমি সেক্রেটারি, আয়রনম্যান সভাপতি। এরপর কেন্দ্রের দিকে যাইতে চাই।‘

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে পদ পেলে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। ছাএলীগকে অভয় দিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে পদ দিয়ে দেখেন, মার্ভেল ইউনিভার্সে ছাএদল বলে কিছু রাখবো না।’

মার্ভেল ইউনিভার্সে ভর্তি বাণিজ্যের ৫০% কেন্দ্রকে দিতে চান বলেও জানান থর। পাশাপাশি মার্ভেল ও ডিসির ইউনিয়ন, উপজেলা পর্যায়ে কমিটি দিয়েও বেশ ভালো টাকা আয় করা যাবে বলে নিশ্চয়তা দেন তিনি।

নিজের হাতুড়িটি পেছনে লুকিয়ে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে থর বলেন, ‘এসো নবীন ভয় নাই, ছাএলীগে সন্ত্রাস নাই।’

৫৫৮ পঠিত ... ১৬:৫৬, জুলাই ০৩, ২০২২

Top