পদ্মাসেতুর প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসছে লন্ডন ব্রিজ

৪৩৪ পঠিত ... ১৭:৩৫, জুন ২৩, ২০২২

Padma-shetur-premer-tane

প্রেমিক হিসেবে বাংলার মানুষ বরাবরই বিখ্যাত। এর আগে প্রেমের টানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। তবে বর্তমানের প্রেক্ষাপটটি একদমই ভিন্ন এবং বিস্ময়কর। এক গোপন সূত্রে জানা যায়, পদ্মাসেতুর প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসছে লন্ডন ব্রিজ। জীবের একে অন্যের প্রতি ভালোবাসার উদাহরণ ভুরিভুরি থাকলেও, জড় বস্তুর প্রেমকাহিনী এবারই প্রথম বলে জানিয়েছেন ইতিহাসবিদরা।  

একদিকে টেমস নদীর উপর লন্ডন ব্রীজ, এদিকে পদ্মার উপর পদ্মা সেতু। কীভাবে হলো দু'জনের প্রেম?—এমন প্রশ্নের উত্তরে লন্ডন ব্রীজ জানান, ‘প্রেম তো আসলে খুবই আনপ্রেডিক্টেবল। পদ্মাসেতুর সাথে আমার বয়সের গ্যাপ ৫৫ বছর। ও দেখুন কী অপরূপ সুন্দরী! সেতুতে কোনো ফাটল তো দূরের কথা, বাড়তি কোনো নুড়িপাথরও নেই৷ রাতের বেলা ওর রূপের আলোয় ঝিকঝিক করে চারপাশ। কী নিটোল ওর স্ট্রাকচার! ভয়ে ছিলাম, ও যদি আমাকে রিফিউজ করে দেয়!’

দুজনের মিষ্টি প্রেমের গল্পও বলেন লন্ডন ব্রিজ। তিনি বলেন, ও আমাকে আদর করে ডাকে লুলু। এত লজ্জা লাগে আমার। আর আমি ওকে ডাকি পুলু।’

এদিকে লন্ডন ব্রীজের আসা উপলক্ষ্যে সাজসাজ রব পড়ে গেছে বাংলাদেশের পদ্মা সেতুতে। আজ সকাল থেকেই লাজুক লাজুক চেহারা করে বসে আছে পদ্মা সেতু। কেমন অনুভব করছেন প্রশ্নের উত্তরে প্রথমে কিছু বলতে না চাইলেও কিছুক্ষণ পর মুখ খুলেন পদ্মা সেতু। তিনি বলেন, ‘খুব নার্ভাস লাগছে। এটাই আমার প্রথম প্রেম। এর আগে যমুনা সেতু, তিস্তা বাঁধসহ আরও বেশ কয়েকজন প্রপোজ করছিলো। কিন্তু আমি তো লন্ডন ব্রীজকে আগেই মন দিয়ে ফেলেছি...'

পদ্মা ব্রিজের সাথে সংসার শুরু করে বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান লন্ডন ব্রিজ।

৪৩৪ পঠিত ... ১৭:৩৫, জুন ২৩, ২০২২

Top