বিসিএসের প্রিলিতে টেকার ফেক স্ট্যাটাস দিয়ে ৫০০ মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অর্জন করে নিলেন বরিশালের গাউস

৫৬৬ পঠিত ... ১৭:০৬, জুন ২৩, ২০২২

Prili

গতকাল প্রকাশ হলো ৪৪ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। তবে প্রিলিতে না টিকেও এক অনন্য অর্জনের অধিকারী হলেন বরিশালের গাউস (২৬) নামের এক যুবক। প্রিলিতে টেকার ফেক স্ট্যাটাস দিয়ে মাত্র ১ ঘণ্টায় ৫০০ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্জন করে নিয়েছেন তিনি। এমন খবরে ফেসবুক জুড়ে শুরু হয়েছে তোলপাড়।

সরেজমিনে গিয়ে গাউসের সাথে যোগাযোগ করা হলে গাউস বলেন, ‘ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করানোর জন্য আগে কত কিছু করতাম। মেসেজ দিতাম, নিজের অঙ্গ প্রত্যঙ্গের ছবি পাঠাতাম, অ্যাড মি ফ্রান্স লিখতাম, ভালো না লাগলেও অনেক মেয়েকে কমপ্লমেন্ট দিতাম। কিন্তু কেউ আমার রিকোয়েস্ট এক্সেপ্ট করতো না। এই বুদ্ধিতে কাজ হয়েছে। প্রিলিতে না টেকার যত আফসোস ছিলো এখন আর নাই।’

নিজের অর্জনের বিষয়ে জানাতে গিয়ে গাউস আরও বলেন, ‘অ্যাঞ্জেল সাদিয়াকে তো টানা ১ বছর রিকোয়েস্ট পাঠিয়েছি। রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে মেসেজও দিয়েছি। সে আবার ওই স্ক্রিনশট নিয়ে টাইমলাইনে পোস্ট দিয়ে হাসাহাসি করছে। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস দেখুন! আমার ফেক রেজাল্ট শোনার পর থেকে সে ফ্রেন্ড রিকুয়েস্ট তো দিছেই, এখন খালি ভিডিও কল দিচ্ছে..

 শুধু ও না, আমার ছোটবেলার ক্রাশ, ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী, সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি এখন আর কুলাতে পারছি না, ঠিক করেছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করার জন্য লোক নিয়োগ দিবো।’

গাউস সঠিক তথ্য দিচ্ছেন কি-না এমন প্রশ্নের কৌতূহল মেটাতেই eআরকি'র গোয়েন্দাবাহিনী গাউসের ফেসবুক প্রোফাইল ঘেঁটে  দেখেন। তারা জানান, গাউসের দাবি মিথ্যে নয়। শুধু তাই নয়, গাউসের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বিসিএস লিখিত ও ভাইভা পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় বসে আছেন বেশকিছু যুবক। এদের ভেতর একজন জানান, ‘বিসিএস দিমু না৷ দিলেও চান্স পামু না। তবে রেজাল্টের দিন আলহামদুলিল্লাহ স্ট্যাটাসটা এখনই রেডি কইরা রাখছি। ভাগ্যিস গাউস ভাইয়ের মতো একজন গুরু পাইছিলাম....!’

৫৬৬ পঠিত ... ১৭:০৬, জুন ২৩, ২০২২

Top