মানবিক স্বামীর পর মানবিক ডাকাত পেলো দেশ

১০১৪ পঠিত ... ১৯:৫৬, জুন ২২, ২০২২

Manobik dakat

মানুষের অনন্য ও স্বকীয় বৈশিষ্ট্য হলো মানবিকতা। এর আগে আমরা ৫০১ নাম্বার রুম থেকে মানবিক স্বামীর গল্প শুনেছি। তবে এবার আর স্বামী নয়, যা শুনে চোখ ছানাবড়া হবার যোগাড় তা হলো মানবিক ডাকাতের গল্প। ঢাকার ভাটুলিয়ার এক ডাকাত দল গৃহস্থের বেঁধে রাখা হাতের উপর বসা মশা তাড়িয়েছেন, গৃহকর্ত্রীকে আদর করে ডেকেছেন 'ভাবি', পাশের ঘর ঘুমিয়ে থাকা বৃদ্ধ  শ্বশুরের গায়েও আতঙ্কিত অবস্থায় হাত বুলিয়েছেন৷

ডাকাতের কাছ থেকে এমন ব্যবহার ৭৪ বছর পর পর দেখতে পাওয়া হ্যালির ধূমকেতুর মতই বিরল। এত সুন্দর, শালীন, আদুরে ও মানবিক কথাবার্তা মেনে নিতে পারছেন না অনলাইন ও অফলাইনের নাগরিকেরা। ডাকাত দলটির এক প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান, ‘জেনারেলাইজ করবেন না। এটি আমাদের পার্ট-টাইম জব। এছাড়া আমাদের পারিবারিক শিক্ষারও একটি অংশ এটি। পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রতিই আমাদের মানবিক হওয়া উচিৎ। কর্ম হোক যথা তথা আচরণ হোক ভালো....’

ডাকাতির ভিকটিম গৃহকর্ত্রী শান্তা একটি ভুয়া মাধ্যমকে বলেন, ‘এর আগে কত চোর-ডাকাতের গল্প শুনছি, তবে এতো চমৎকার মন মানসিকতার ডাকাতের গল্প শুনি নাই। উচ্চ বংশের ডাকাত মনে হয়। ‘ভাবি’ বইলা যখন ডাক দিলো কইলজাটা জুড়ায়া গেল। মনে চাইলো আরও কিছুক্ষণ বসতে বলি, আড্ডা দেই,  সকালে একসাথে চা নাস্তা খাই.. স্বামীর ভয়ে আর দেই নাই। সবাই কি আর ডাকাত ভাইদের মতো মানবিক?’ এই বলে ছোট্ট এক দীর্ঘশ্বাস ফেলেন শান্তা আক্তার।

এই ডাকাতদের গল্প শুধু বাংলাদেশেই চাঞ্চল্য সৃষ্টি করে এমনটি নয়৷ দেশ পেরিয়ে পৌঁছে গেছে বাইরেও। বেশ কয়েকজন খ্যাতনামা পরিচালক তাদের নিয়ে সিনেমাও বানাতে আগ্রহ প্রকাশ করেছেন। এক গোপন সূত্রে জানা গেছে, ‘পাইরেটস অফ ভাটুলিয়া' নামের এই সিনেমার শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে।

১০১৪ পঠিত ... ১৯:৫৬, জুন ২২, ২০২২

Top