তৌহিদ আফ্রিদির হাত পাখার বাতাসে সেরে যাচ্ছে অনেক রোগ

১৪২১ পঠিত ... ১৬:০৮, জুন ০৭, ২০২২

Tauhid-afridi

বাংলাদেশি বিখ্যাত ইউটিউবার তৌহিদ আফ্রিদির হাত ধরে চিকিৎসা শাস্ত্রে এলো নতুন এক পদ্ধতি। জানা যায়, বিশেষ এক হাতপাখা দিয়ে তৌহিদ আফ্রিদি নিজ হাতে বাতাস করলে সেরে যাচ্ছে অনেক রোগ।

সম্প্রতি সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহত এক রোগীকে দেখতে গিয়ে এমন পদ্ধতি আবিষ্কার করেন তিনি। তার একটি ভিডিওতে দেখা যায়, দলবল নিয়ে হাসপাতালে গিয়েছেন। সেখানে অগ্নিকাণ্ডে দগ্ধ এক ব্যক্তির পাশে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে ওই ব্যক্তির কষ্ট হচ্ছে কি না জানতে চান।

এরপরই বিশেষজ্ঞরা ধারণা করছেন, আফ্রিদির হাত পাখার বাতাসে জাদু আছে। এই পাখা মানুষকে কষ্ট ভুলিয়ে দেয় ও নানান রোগের চিকিৎসাও করে।

এমন খবরে দেশ-বিদেশে চিকিৎসকদের মাঝে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আফ্রিদিকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেয়ার অফারও পেয়েছেন আফ্রিদি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে হাতপাখালোজি বিভাগের ডিন হিসেবে যোগ দেয়ার প্রস্তাবও পান।

যদিও আফ্রিদির এভাবে দলবল নিয়ে হাসপাতালে ভীড় করার সমালোচনা করছেন অনেকে। কিন্তু আফ্রিদির ফ্যানরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। আফ্রিদির এক ফ্যান বলেন, ‘একটা মানুষ নিজের জীবন বাজি রেখে মানবতার সেবায় এগিয়ে আসছেন, আপনারা এটারও সমালোচনা করছেন! এদেশে আসলে ভালো কিছুর মূল্য নেই!’

এই সময়ে তিনি এই সমালোচনার জবাব দিয়ে আফ্রিদিকে একটি ভ্লগ বানানোর পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে আফ্রিদির সাথে কথা বলতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। জানা যায়, দলবল নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে মানুষকে হাতপাখার বাতাস করছেন তিনি।

এই মুহূর্তে ভ্লগ বানানোর ভাবনাও নেই তার। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, ‘আমি অনেক ব্যস্ত। এমন কঠিন সময়ে ভ্লগ বানানো মানায় না। ভ্লগ না বানিয়ে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োগ দিয়েছি। আমার ফেসবুক আইডিতে গেলেই আপনারা তার ভিডিও দেখতে পাবেন।’

১৪২১ পঠিত ... ১৬:০৮, জুন ০৭, ২০২২

Top