মে মাস শেষ হওয়ার খুশিতে মিলাদ আয়োজন করলেন বেসরকারি চাকরিজীবী তুহিন

১৭৩০ পঠিত ... ১৫:০৪, জুন ০১, ২০২২

Milad

অবশেষে গতকাল শেষ হলো হাজার বছর ধরে চলতে থাকা মহান মে মাস। এই মাসে জর্জরিত চাকরিজীবী সমাজকে মাসটি শেষ হওয়ার খুশিতে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। তবে সব উচ্ছ্বাসকে ছাড়িয়ে গেছেন তুহিন নামের এক বেসরকারি চাকরিজীবী। মে মাস শেষ হওয়ার খুশিতে তুহিন গতকালই মিলাদের আয়োজন করেছেন।

মিলাদ শেষে তুহিন বলেন, ‘মে মাসের ১৫ তারিখ থেকে ধারদেনা করে চলছি। তবুও মাসটি শেষ হওয়ার খুশিতে নিজেকে কোনভাবেই আটকে রাখতে পারিনি। আরো ৫ হাজার টাকা ধার করে মিলাদের আয়োজন করেছি। দরকার হলে আরো ৫ হাজার ধার করবো।’

তুহিন ছাড়াও আরো অনেক চাকরিজীবী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফাহিম নামের একজন শার্টের হাতায় চোখ চোখ মুছতে বলেন, ‘ভেবেছিলাম কোনদিন সফল হয়ে গেলে নিজের স্ট্রাগল নিয়ে কী গল্প করবো! মে মাসটি আমাকে সে পথ দেখিয়ে দিয়েছে। যে মে মাস সার্ভাইভ করছে তারা সবাই এক একজন আস্ত মোটিভেটর।’ এরপর তিনি আবারো চোখ মোছেন।

মে মাস নিয়ে স্মৃতিকথাও লিখছেন অনেকে। বুড়ো হলে নাতি-নাতনিদের এই মে মাসের গল্প শুনাবেন। কেউ কেউ এই স্মৃতিকথা থেকে সারভাইভাল মুভি বানানোর পরিকল্পনার কথাও জানান।

মে মাস নিয়ে একটু বেশিই ইমোশনাল হয়ে পড়েন অন্য চাকরিজীবী রাশেদ। তিনিও কাঁদতে কাঁদতে জানান, ‘আমি দুর্ভিক্ষ দেখিনি, মে মাস দেখেছি।’

এদিকে মে মাস বিষয়ে জানতে চাইলে এক বেসরকারি অফিসের বস বলেন, ‘ও মাসটা চলে গেলো! এবার আবার বেতন দিতে হবে। সারামাস কোন কাজ না করেই এরা বেতন নিয়ে যাবে। মুডটাই খারাপ করে দিলেন মিয়া!’

১৭৩০ পঠিত ... ১৫:০৪, জুন ০১, ২০২২

Top