পিকে হালদারকে সংবর্ধনা দিতে চায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

২৭০ পঠিত ... ১৬:০৯, মে ১৬, ২০২২

PK-halder-songordhona

সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট করে দেশ ছেড়ে পালিয়েছিলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হন তিনি। তাকে দেশে আনার ব্যাপারেও কথাবার্তা চলছে।

এদিকে দেশে আসামাত্র পিকে হালদারকে সংবর্ধনা দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রেব)। দেশের অপরাধে বিশেষ অবদানের জন্য এই সংবর্ধনা দেবেন বলে একটি কাল্পনিক সাক্ষাৎকারে অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা একথা জানান।  

এই সময়ে পিকে হালদারের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অপরাধ শিল্পে তার অবদান নতুন করে তো বলার কিছু নেই। উনি আছেন বলেই আমাদের পেশাটা টিকে আছে। একবার ভাবুন, ওনারা যদি না থাকতেন তাহলে তাহলে আমরা কী করতাম! কী খেতাম! ইনভেস্টিগেটিভ জার্নালিজমে আমরা কীইবা শিখতাম!’

এ সময়ে তিনি সাযেম সোবহান তানভীর নামে অন্য এক গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়ার বিষয়টিও তুলে আনেন। তিনি বলেন, ‘দেখুন, আমরা অপরাধীদের আগে থেকেই সম্মান করে আসছি। এর আগে তানভীর সাহেবকে দিয়েছি। এবার পিকে সাহেবকে দিচ্ছি। ভবিষ্যতেও আমরা এমন গুণী ব্যক্তিদের সংবর্ধনা দিয়ে যেতে চাই।’

সংবর্ধনা দেয়ার জন্য ইতোমধ্যে ফুলের অর্ডারও দেয়া হয়ে গেছে বলে জানান অন্য একজন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি ফুলে নানা পোকা ও রোগজীবানুর ভাইরাস থাকে। সেজন্য এবার আগে থেকে ফুল অর্ডার দিছি। তানভীর ভাইকে দিছিলাম গোলাপের সংবর্ধনা, পিকে হালদারের জন্য রজনীগন্ধা দিবো বলে ভাবছি।’

২৭০ পঠিত ... ১৬:০৯, মে ১৬, ২০২২

Top