সিংহল ভাষা শেখার কোর্স নিয়ে আসলো টু মিনিট স্কুল

৪৪৬ পঠিত ... ১৬:২১, মে ১৪, ২০২২

Singhalvasha

বৈশ্বিক রাজনৈতিক অবস্থা বিবেচনায় সিংহল ভাষা শেখার কোর্স নিয়ে আসলো টু মিনিট স্কুল। সম্প্রতি শ্রীলঙ্কার অবস্থা বিবেচনায় সময়োপযোগীএই কোর্স নিয়ে আসার কথা জানায় প্রতিষ্ঠানটি।  

প্রতিষ্ঠানটির এক কর্নধার এক কাল্পনিক সাক্ষাৎকারে eআরকিকে বলেন, ‘অনেকে বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তখন তো আর বাংলা চলবে না। সেজন্য আমরা এই কোর্স নিয়ে আসলাম। কর্পোরেট দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক বাংলাদেশির উচিত কোর্সটি করা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভাইয়াদের দ্বারা পরিচালিত হবে এই কোর্স। কর্নধার নিজেও ঢাবির এক ভাইয়ার কাছ থেকে কিছুটা শিখে রেখেছেন বলে জানান। তিনি বলেন, ‘আপাতত এক ওয়ার্ড শিখেছি। ইল্লে। এই শব্দের অর্থ হলো ‘না, নাকি ‘হ্যাঁ’। আচ্ছা যাক, আরেকবার শিখে নিবো। আপনারাও দ্রুত ভর্তি হয়ে যান।’

সিংহলি ভাষার কোর্সের ভর্তি হলে পাশাপাশি হিন্দি ও উর্দূ শেখা ফ্রি থাকছে কোর্সটিতে। এ বিষয়ে কোর্সটির এক কো-অর্ডিনেটর বলেন, ‘অনেকে মনে করেন বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে, অনেকে ভাবেন পাকিস্তান। যার যার বিশ্বাস অনুযায়ী কোর্স করতে পারবেন। আমরা সেই সিটেম রাখছি।’

ভাষা শিক্ষার পাশাপাশি শ্রীলঙ্কার চালচলন শেখার কোর্সও আনছে প্রতিষ্ঠানটি। খাদ্যাভাস থেকে শুরু করে পোশাক আশাক-ধীরে ধীরে সব কোর্স আনবেন তারা। পাশাপাশি ক্রিকেটারদের জন্য ‘শ্রীলঙ্কান ক্রিকেট’ নামে ক্রিকেট খেলা শেখার কোর্সও আনছেন তারা।

৪৪৬ পঠিত ... ১৬:২১, মে ১৪, ২০২২

Top