কোন ধরনের মারামারি ছাড়াই সম্পন্ন হলো ছাত্রলীগের ইফতার পার্টি

৫৪৩ পঠিত ... ১৭:১০, এপ্রিল ২৮, ২০২২

Chatrolig-iftar

এমন না যে এবারই প্রথম ছাত্রলীগ ইতিহাস সৃষ্টি করলো। ছাত্রলীগ প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে ইতিহাস সৃষ্টি করে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন, ইতিহাস সৃষ্টি করাই ছাত্রলীগের কাজ!

তবে এবারের ইতিহাস আগেও কখনোই রচনা করেনি ছাত্রলীগ। পুরো একটা ইফতার পার্টি আয়োজন করেছে তারা এবং এতে কোনো মারামারি তারা করেনি। আজ এক সরেজমিন রিপোর্টে জানা যায় যে, উগান্ডার ২৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ইফতার পার্টিতে এমন অভূতপূর্ব ঘটনা ঘটে।

প্রতিবারের মত ইফতার পার্টি শুরু হওয়ার পর সবার মাঝে উত্তেজনা শুরু হয়। না, হালিম নিয়ে উত্তেজনা না। মারামারি কখন শুরু হবে এই ছিলো সবার ভেতরের প্রশ্ন। গোপনসূত্রে জানা যায় আগত অতিথিরা প্রত্যেকে তাদের ব্যক্তিগত হেলমেট নিয়ে ইফতারে এসেছিলেন এবং সেটা টেবিলের নিচে লুকিয়ে রেখেছিলেন।

এই বিষয়ে আগত এক অতিথি বলেন, বলা তো যায় না কখন কোথায় লাগে। এজন্য সাথে হেলমেট রাখি। তবে তিনি ইফতার শেষে মন খারাপ করে বলেন, ‘এমন একটা ইফতার করলাম যেখানে ইফতারের পর মারামারি হয় না। এমন ইফতার করে কী লাভ!’

শেষ কবে মারামারি ছাড়া ইফতার করেছেন এমন প্রশ্নে আরেক ছাত্রলীগ নেতা মাথা চুলকাতে চুলকাতে বলেন, ‘শেষ কবে মাথায় চুলকেছি এটাও মনে পড়তেছে না। কারণ মাথায় তো সবসময় হেলমেট থাকে।‘

৫৪৩ পঠিত ... ১৭:১০, এপ্রিল ২৮, ২০২২

Top