টুইটারের সিইও পরাগ আগারওয়ালকে বিসিএসের প্রস্তুতি নেয়ার পরামর্শ

৩৬০ পঠিত ... ১৫:৩৫, এপ্রিল ২৭, ২০২২

Porag-agarwal-thumb

বিলিয়নিয়ার এলন মাস্কের হাতে টুইটারের মালিকানা যেতেই টুইটারে অনিশ্চিত হয়ে পড়েছে সিইও পরাগ আগরওয়ালের ভবিষ্যৎ। টুইটারে সিইও'র পদ পাওয়ার মাত্র ৫ মাসের মাঝে কি তা হারাতে বসেছেন পরাগ আগারওয়াল?  

তবে তার এই পরিনাম দৈব দৃষ্টি দিয়ে আগেই দেখে ফেলেছিলো বাঙালি সমাজ। 'বিসিএস না দিয়ে ভিনদেশের এক প্রাইভেট কোম্পানির শীর্ষে উঠলেই তো আর চাকরির গ্যারান্টি চলে আসে না। এটা কি সরকারি চাকরি নাকি?' বাঙালি সমাজের মুখপাত্র হয়ে এমনটা জানান এক বাঙালি শিক্ষিত আংকেল। তিনি আরো বলেন, 'সরকারি চাকরির কী, পাওয়ার তা তো এরা বুঝে না। আমার এক আত্মীয় একবার ঘুষ খাইয়া, ধরা পইড়া, জেল খাইটা আসলো, তাও তার চাকরি গেল না! মাসে মাসে চাকরির টাকা পৌঁছাইয়া যাইতো ব্যাংক অ্যাকাউন্টে। আপনে আপনার সরকারি চাকরি ভুইলা যাইতে পারেন, কিন্তু সরকারি চাকরি আপনাকে কক্ষনো ভুলবে না।'  

পরাগ আগারওয়ালের এক বাঙালি চাচা এ বিষয়ে আরও বলেন, 'ছেলেটা সিএসই নিয়ে অনার্স পাশ করার পরই আমি তাকে বলেছিলাম নীলক্ষেত থেকে বই কিনে এনে চোখ-কান বন্ধ করে বিসিএসের জন্য পড়তে। মেধাবী ছাত্র, পড়লেই হয়ে যেত। কিন্তু নাহ! সে গেছে আমেরিকায় পিএইচডি ফিএইচডি করতে। মুরব্বিদের কথা শুনে নাই, এখন বুঝতেছে ঠ্যালা। বিয়াও তো করানো যাবে না।’ 

বাঙালি মুরব্বি সমিতির প্রধান মিস্টার সালিম হোসেন সাজু বলেন, 'টুইটার শুনলাম এমন এক প্ল্যাটফর্ম যেখানে নাকি মুক্তচিন্তা, বাক স্বাধীনতার চর্চা চলবে। এ থেকেই বোঝা যায়, আজকালকার পোলাপানের পাখনা কত বেড়ে গেছে। দুইটা কানমলা দিয়ে এলন মাস্করে বসায় দেওয়া ছাড়া এদের থামানোর উপায় দেখতেসি না। মুখে মুখে তর্ক করলে চড়-থাপ্পড়ও দেওয়া যাইতে পারে।‘

এদিকে পরাগ আগারওয়ালের বাবা-মা তাদের ছেলের ভঙ্গুর ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করে। তবে eআরকির এক মহা বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, পরাগ আগারওয়ালকে টুইটারের লাইব্রেরিতে বসে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে দেখা গেছে।

৩৬০ পঠিত ... ১৫:৩৫, এপ্রিল ২৭, ২০২২

Top