ঢাকা কলেজের ছাত্রদের পাঞ্জাবি কিনে দেয়ার জন্য খোলা হচ্ছে 'ঢাকা কলেজ ভাত-কাপড় ফান্ড'

৪০৬ পঠিত ... ১৬:৫৩, এপ্রিল ২৪, ২০২২

Dhaka-college-fund

মানুষের মৌলিক চাহিদাগুলোর ভেতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো বস্ত্র। রাষ্ট্র যদি কোনোভাবে বস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হয়, বস্ত্র আহরণের দায়িত্ব নাগরিকের উপরই বর্তায়। তবে আশ্চর্য ব্যাপার হলো, সামান্য বস্ত্র যোগাড় করতে গিয়েই জনগণের ও দোকানীর তোপের মুখে পড়েছেন স্বনামধন্য ঢাকা কলেজের আট ছাত্র। জানা যায়, সাইন্সল্যাবের এক দোকান থেকে ঢাকা কলেজের আট ছাত্র আটটি পাঞ্জাবি টাকা ছাড়াই নিয়ে এসেছেন।

বিস্তারিত তদন্তে সিসিটিভি ফুটেজেও এর প্রমাণ মেলে। তবে মানবতা যে এখনো বেঁচে আছে এরই প্রমাণ দিয়েছে আমাদের সত্যবাদী যুধিষ্ঠির ছেলেরা। তারা কেউই এ ব্যাপারটি অস্বীকার করেননি এবং দোকানদার মন খারাপ করেছেন জেনে একজন নিয়ে আসা পাঞ্জাবি ফেরত দেবেন বলে জানিয়েছেন। এমন মহানুভবতার উদাহরণ আজকাল পাওয়া অত্যন্ত দুরূহ।

তবে ঢাকা কলেজের ছেলেদের পাঞ্জাবি কিনে দেবার বিড়ম্বনা এড়াতে সম্প্রতি সারাদেশে খোলা হচ্ছে ‘ঢাকা কলেজ ভাত কাপড় ফান্ড’। এ ফান্ড প্রসঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী রমিজ হাওলাদার (৫০) বলেন, ‘আমরা অনেকেই অনেকভাবে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই। আজ থেকে সেখানে ঢাকা কলেজের ছাত্রদেরও অন্তভুর্ক্ত করে নিলাম। তাদের পাশে দাঁড়াতে আমাদের সমস্যা নাই, প্রতিবেশীর ভাত-কাপড়ের সংস্থান করতে পারলে আমরাও গর্বিত হবো।’

ঢাকা কলেজিয়ানদের ভাত-কাপড় উপলক্ষে প্রতি মাসে সাইন্সল্যাব, ধানমন্ডি, নীলক্ষেত,কাঁটাবনসহ আশেপাশের এলাকার স্থায়ী বাসিন্দাদের প্রতিমাসে চাঁদা নির্ধারিত হয়েছে আঠারো টাকা পঁচিশ পয়সা। এতে করে ইদ কিংবা বিশেষ উপলক্ষগুলোতে ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ পড়বে না বলে জানিয়েছেন এক ভুয়া কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কী ভাবছেন ঢাকা কলেজিয়ানরা?

সেই আট যুবকের একজন eআরকি'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ছোটবেলা থেকে শুনে এসেছি এই দেশই আমাদের মা। মায়ের কাছ থেকে পাঞ্জাবি নিলে কখনও টাকা দিতে হয়? আমরা সরল মনে এ কাজ করেছি। দেশের মানুষের মনমানসিকতা এতো সংকীর্ণ আগে বুঝতে পারলে পাঞ্জাবির দিকে তাকাতামই না। আমরা কি কখনোই মানুষ হবো না....?’ এই বলে ফোঁপাতে ফোঁপাতে কান্নায় ভেঙে পড়েন তিনি। সান্তনা দিতে এগিয়ে আসেন বাকি সাত যুবক।

কান্নারত অবস্থায়ই একজন বলেন, ‘পাঞ্জাবি আনলেও পায়জামা আনতে ভুলে গেছি। এখন ইদের দিন কী পরবো। কেউ একটু পায়জামা দিলে খুব ভালো হয়। না দিলেও সমস্যা নাই। কীভাবে নিতে হয় তা তো আমরা জানিই।‘

৪০৬ পঠিত ... ১৬:৫৩, এপ্রিল ২৪, ২০২২

Top