রাশিয়া-ইউক্রেনকে ইন্ধন যোগানোর জন্য বিএনপির ১৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করবে আমেরিকা

৪৫৪ পঠিত ... ১৬:৫০, এপ্রিল ২৪, ২০২২

Russia-ukrane-juddhe-indon

চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিছুদিন আগে ক্ষেপে গিয়ে নেয়া পুতিনের এমন সিদ্ধান্ত চিন্তায় ফেলে দিয়েছে সারাবিশ্ববাসীকে। কিন্তু কারা ক্ষেপিয়ে দিয়েছে পুতিনকে? এতদিন তা বের করতে না পারলে সম্প্রতি এই রহস্যের সমাধান করেছে আমেরিকা। জানা যায়, রাশিয়াকে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য ইন্ধন যোগানোর জন্য বিএনপিকে দায়ি করছে দেশটি। ইতোমধ্যে বিএনপির ১৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও নিয়েছে তারা। সম্প্রতি ঢাকা কলেজ ও নিউমার্কেটের দুইদিন ব্যাপী সংঘর্ষের ঘটনায় বিএনপির যোগসাজোশ থাকার ঘটনায় এমনটা নিশ্চিত হয়েছে বলে জানায় আমেরিকা।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সারাবিশ্ব যখন শান্তি ও উন্নয়নের মহাসড়কে আলোর বেগে, তখন বিশ্বের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি পুতিনকে ক্ষেপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা সরকারকে বিপদে ফেলতে, হোয়াইট হাউজের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দীর্ঘদিন ধরে এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেজন্য আমরা বিএনপির ১৩০০ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৪০০০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।‘

এ বিষয়ে জো বাইডেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা তো ঘটনা প্রথমেই বুঝতেই পারি নাই। থ্যাংকস টু বাংলাদেশ। নিউমার্কেটের ঘটনায় তারা আমাদের চোখ খুলে না দিলে যে কী হতো! আমাদের মাথামোটা এফবিআই তো এইগুলা জানেই না।‘

কীভাবে ষড়যন্ত্র করেছে তার একটা ধারণাও দেয় হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ‘বিএনপির শেখেরটেকের ২৬ নং ওয়ার্ডের কর্মীরা পুতিনের পক্ষে অবস্থান নিয়েছে। আরেকপক্ষ অবস্থান নিয়েছে ইউক্রেনের পক্ষে। ঢিল ছুঁড়ে ওরা গ্যাঞ্জাম শুরু করে। চিন্তা করছেন কী খারাপ!’

ধারণা করা হচ্ছে দুএকদিনের মধ্যেই বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হতে পারে।

৪৫৪ পঠিত ... ১৬:৫০, এপ্রিল ২৪, ২০২২

Top