নিউমার্কেটের সামনের রাস্তা পরিষ্কার করা শিখতে বিদেশ সফরে যেতে চান ৩০০ সরকারি কর্মকর্তা

৩৮৯ পঠিত ... ১৪:৩১, এপ্রিল ২০, ২০২২

Rasta-porishkar

গত পরশু রাত থেকে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। দুগ্রুপের ছোঁড়া ইট পাটকেলে নিউমার্কেটের সামনের রাস্তা ইটের কনাময় হয়ে যায়। ফলে চলাচলে দেখা দেয় ভোগান্তি। দ্রুত রাস্তা পরিস্কার করে গণমানুষের চলাচলের এই ভোগান্তি দূর করতে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৩০০ জনের একটি দল উন্নত প্রযুক্তির রাস্তা পরিষ্কার করা শিখতে ইতিমধ্যে নিউজিল্যান্ডে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

জানা যায়, পরিবারসহ দলটি আজকালকের মধ্যে রওনা দিতে পারে। নিউজিল্যান্ডে পৌঁছে প্রথম দিন থেকে তারা ৮ দিনের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দ্রুত সময়ে কীভাবে রাস্তা পরিস্কার করা যায় তার বাস্তব জ্ঞান আরোহন করবেন। এরপর নিউজিল্যান্ডে ইদের ছুটি কাটিয়ে দেশে ফিরেই রাস্তা পরিস্কারের অর্জিত জ্ঞান পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিলিয়ে দিবেন। এরপর কোন সময়ক্ষেপন না করেই পরিষ্কার করা হবে রাস্তা।

পুরো কর্মসূচিতে খরচ হবে ৫১২ কোটি টাকা। যার মধ্যে ৫০০ কোটি খরচ ধরা হয়েছে বিদেশে প্রশিক্ষণের ব্যয় হিসেবে।

এই বিদেশ সফর সম্পর্কে বলতে গিয়ে দলটির এক গুরুত্বপূর্ণ সদস্য বলেন, ‘নিউমার্কেটের রাস্তা দেখে কলিজাটা ফেটে যায়। মানুষ ক্যামনে হাঁটতেছে। অনেক কষ্ট হইতেছে। সেজন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিলাম। জানি দেশে ইদ করতে পারবো না, মনটা হুহু করবে। তবুও দেশের মানুষে সুবিধার জন্য এটুকু ত্যাগ তো আমাদের করতেই হতো।’

নিউজিল্যান্ড বেছে নেয়ার কোন বিশেষ কারণ আছে কি না জানতে চাইলে অন্য এক কর্মকর্তা বলেন, ‘নিউজিল্যান্ড দেশটা পরিস্কার। তাছাড়া কম দুর্নীতির দেশ হিসেবেও ওরা বেশ আলোচিত। দুর্নীতি কীভাবে কমানো যায় তা নিয়েও একটা কর্মশালা করার প্ল্যান আছে।’

৩৮৯ পঠিত ... ১৪:৩১, এপ্রিল ২০, ২০২২

Top