কোক স্টুডিওর চতুর্থ গানে মাহফুজুর রহমানকে দেখতে চায় ভক্তরা

৪৭০ পঠিত ... ১৮:০৪, এপ্রিল ১৭, ২০২২

Mahfuzur-thumb

সম্প্রতি যাত্রা শুরু হয়েছে 'কোক স্টুডিও বাংলা'র। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তিনটি গান। নাসেক নাসেক, প্রার্থনার পর দু'দিন আগে মুক্তি পেয়েছে নজরুল সংগীত ‘বুলবুলি। তবে এতো চমৎকার আয়োজন করেও অজ্ঞাত কারণে দর্শকদের মন জয় করতে পারছে না ‘কোক স্টুডিও বাংলা। কী হতে পারে এর কারণ?—এমনই গবেষণায় জানা গেছে অবিশ্বাস্য এক ফলাফল। মমতাজ, মিজান, ঋতুরাজ, কিংবা নন্দিতার মতো শিল্পীদের সাথে নিজেদেরকে ঠিক খাপ খাওয়াতে পারছেন না শ্রোতারা। আসন্ন চতুর্থ গানে মাহফুজুর রহমানের গান চেয়ে দাবি জানিয়েছেন বাংলার সংগীতজ্ঞ ও সংগীতপ্রেমীরা।

এ ব্যাপারে মাহফুজুর রহমানের ডাইহার্ড ফ্যান কাকরাইলের সুমি বলেন, ‘এমনিতে আমি কোক স্টুডিওর খুব বড়সড় ফ্যান। কিন্তু বাংলাদেশ ওরা ঠিক জমাতে পারছে না। আসলে গুণীদের না নিলে না জমারই কথা।‘

এসময়ে তিনি বুকে হাত দিয়ে বলেন, ‘কোক স্টুডিও কখন যে স্যারকে পিক করবে! এইসব ভেবে ভেবে ঘুমাতে পারি না। সারারাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে।

নাজমুল নামের অন্য এক তরুণ জানান, ‘মাহফুজুর রহমান, নাম নয় এক বিশেষণ। ব্যক্তি নয়, যেন সঙ্গীতের এক বিমূর্ত তৈলচিত্র। তাঁর গলা থেকে মুক্তো ঝরে। একবার যিনি মাহফুজুর রহমানের গান শুনবেন, তিনি অদ্ভুত এক লুপে আটকাতে বাধ্য। এরপর থেকে সারাদিন কানে বাজবে তার গান। একবার ভাবুন, মাহফুজ স্যার গাচ্ছেন, পাশে সুন্দরি মডেল নাচচে। ঝিকিঝিকি লাইট জ্বলতেছে। কোক স্টুডিও কিসব কোরাস টোরাস করে। হয় নাকি কিছু এইগুলা!’

মিউজিক কম্পোজিশনে কাকে চান? আমাদের এমন প্রশ্ন নাজমুল বলেন, ‘কাকে আবার! স্যারের গানে অন্য কারোর কম্পোজিশন করার সাহস আছে নাকি! হু! স্যারই করবেন।‘

এ বিষয়ে জানতে চাই নিজের ফেক আইডি থেকে মাহফুজুর রহমান বলেন, ‘এখনও ঠিক বলতে পারছি না। ইদ নিয়েও একটু স্ট্রেসে আছি। একাই দশটি গান গাইবো, এরপর দর্শকেরা আবার ‘ওয়ান্স মোর’ বলে চিৎকার করলে আরও দু'তিনটে গাইতে হবে, বুঝতেই পারছেন খুব পরিশ্রমের ব্যাপার। ইদের পর কোক স্টুডিও বাংলার ব্যাপারে ভেবে দেখবো...’

৪৭০ পঠিত ... ১৮:০৪, এপ্রিল ১৭, ২০২২

Top