জুনায়েদ আহমেদ পলকের আইডি থেকে হুট করে উধাও মেট্রোরেল

২৭৭১ পঠিত ... ১৫:০৩, এপ্রিল ০৯, ২০২২

Metrorail-hariye-gelo

ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রতি তার ফেসবুকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসে মাননীয় প্রতিমন্ত্রী নিজের আইডি থেকে মেট্রোরেল সংক্রান্ত একটি পোস্ট আপলোড করেন। কিন্তু রহস্যজনকভাবে আজ সকাল থেকে পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না৷ মন্ত্রীর আইডি থেকে মেট্রোরেলের এভাবে হুট করে হারিয়ে যাওয়ায় চারদিকে বিরাজ করছে চাপা উত্তেজনা৷

২০১৯ সালে আপলোড করা ওই পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালেই যাত্রা শুরু করবে মেট্রোরেল। দীর্ঘদিন পোস্টটি নিয়ে মানুষের আগ্রহ না থাকলে গত দুইদিন যাবত মেট্রোরেলের সুফল ভোগীরা পোস্টটির নিচে নিজেদের অনুভূতি প্রকাশ করছিলেন৷ ২০১৯ সাল থেকে মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা শেয়ার করছিলেন। মেট্রোরেলের সেবার প্রশংসা করে সেখানে একজন কমেন্ট করে বলেন, 'মেট্রোরেলে করে শেওড়াপাড়া থেকে শাহবাগ যাচ্ছি। ভেতরে গাজর কিনে খেলাম। অনেক মজা।'

অনুভূতি বর্ণনা করেছেন আরো অনেকে। উত্তরা থেকে মগবাজারের অন্য এক মেট্রোরেলের যাত্রী বলেন, '২০২০ সাল থেকে বলছি। মেট্রোরেলের সেবা দারুণ। সিটে ফোম লাগানো হয়েছে৷ ভেতরে অপরাজিতা চা-ও পাওয়া যায়।'

সেবার প্রশংসা করলেও কারো কারো মাঝে কিছুটা হতাশাও দেখা গেছে৷ এমনই একজন সোহাগ৷ ২০১৯ সাল থেকেই মিরপুর থেকে মেট্রোরেলে করে মতিঝিল গিয়ে অফিস করেন তিনি। কিছুটা আক্ষেপ নিয়েই বলেন, 'সার্ভিস চমৎকার। কিন্তু ভেতরে নেতাদের কোন ছবি নেই। তাই কামরাগুলো খালি খালি লাগলো৷ সেখানে উন্নয়নের পোস্টার লাগানো উচিত।'

277316778_675100560362684_5616121827541833655_n

মাননীয় প্রতিমন্ত্রী পলক সাহেবের দেয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট

অনুভূতি জানাতে পারার এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা নিজেদের অভিজ্ঞতা জানানোর জন্য প্রতিমন্ত্রীর পোস্টে হুমড়ি খেয়ে পড়েন৷ কিন্তু আজ সকাল থেকে পোস্টটি খুঁজে না পাওয়ায় অনেকে অনুভূতি জানাতে না পেরে হতাশ হয়ে ফিরে যান৷ ফিরে যেতে যেতে একজন বলেন, 'মন্ত্রী সাহেব কত নিভৃতচারী দেখছেন! প্রশংসাও নিতে চান না৷ সেজন্য হয়তো পোস্ট সরিয়ে ফেলছেন৷ সত্যিই, এ যুগে এমন প্রতিমন্ত্রী পাওয়া বিরল। আমাদের উপর ময়-মুরুব্বির দোয়া আছে দেখেই হয়তো পেয়েছি।'

পোস্ট থাকলে কী করতেন? আমাদের এমন প্রশ্নে এই যাত্রী বলেন, 'আমি ২০১৯ সাল থেকে ঢাকার মেট্রোরেলে চড়ি। ওরা এসি এত বাড়িয়ে রাখে যে, অনেক শীত লাগে। কমেন্ট করে বলতাম, হয় এসি কমিয়ে রাখবেন নতুবা কম্বল দিবেন।'

মন্ত্রীর টাইমলাইন থেকে এভাবে পোস্ট হারিয়ে যাওয়ায় দলটির মাঝেও নানান কানাঘুষা শোনা যাচ্ছে। তবে ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পেরে সেই কানাঘুষাকে একপাশে রেখে সরকারের অন্য এক মন্ত্রী আর্কিমিডিস স্টাইলে 'বিএনপি বিএনপি' বলে তিনটা চিৎকার দেন বলে একটি ভূয়া সূত্র মারফত জানা গেছে।

২৭৭১ পঠিত ... ১৫:০৩, এপ্রিল ০৯, ২০২২

Top