ব্রেকিং নিউজ: দেশে বাতাবি লেবুর বদলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলনের খবর জানাচ্ছে বিটিভি

৪৫৯ পঠিত ... ১৭:০৮, এপ্রিল ০৭, ২০২২

Misti-kumrar-bumper-falan

বাতাবি লেবু নয়, বিটিভির বাম্পার ফলনের ফসল এখন মিষ্টি কুমড়া। গতকাল থেকে নকল বিটিভির শিরোনামে ভেসে বেড়াচ্ছে মিষ্টি কুমড়ার বাম্পার ফলনের খবর। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন বাতাবি লেবু চাষের কারণে ফসলি জমির উর্বরতা কমে গেছে। ফলে সেখানে আগের মত বাতাবি লেবু চাষ করা যাচ্ছে না। সেজন্য নানান গবেষণা করে তারা সেখানে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। গত রাতে লাগানো মিষ্টি কুমড়ার গাছে থরে থরে ধরে মোহবিষ্ট হলুদ রঙয়ের মিষ্টি কুমড়া।

এ বিষয়ে কথা বলতে চাইলে বিটিভির এক কৃষি বিশারদ বলেন, ‘নানান অনুসন্ধানী প্রতিবেদন করে আমরা মিষ্টি কুমড়া খুঁজে পেয়েছি। তাছাড়া শুধু বাতাবি লেবুর উপর নির্ভরশীল থাকতে গেলে আমাদের বাম্পার ফলনের যোগান হুমকির মুখে পড়তে পারতো। মিষ্টি কুমড়ার বাম্পার ফলন এমন ঝুঁকি থেকে কিছুটা মুক্তি দিয়েছে। মাশাল্লাহ ফলন ভালো। সকাল-বিকাল দুইবার নিউজ করা যায়।’

মিষ্টি কুমড়ার বেগুনির চাহিদা বাড়ায় শিরোনামেরও বাম্পার ফলন হয়েছে বলেন তারা। এমনই একজন বলেন, ‘আগে বাম্পার ফলন নিয়া একটা রিপোর্ট করা যাইতো। এখন মিষ্টি কুমড়ার পাশাপাশি মিষ্টি কুমড়ার বেগুনি, মিষ্টি কুমড়ার আলুর ছপ, মিষ্টি কুমড়ার বুন্দিয়া মিলিয়ে ৪-৫টা রিপোর্ট করা যায়।’

বাতাবি লেবুর চেয়ে মিষ্টি কুমড়া ৩০ গুণ যোগ্যতা সম্পন্ন এমনটা দাবি করে অন্য এক কর্মকর্তা বলেন, ‘মিষ্টি কুমড়া সাইজে বড়। মাছ বেশি ঢাকা যায়। ফলে শান্তিও আগের চেয়ে বাড়বে বলে আমরা আশাবাদি।’

এছাড়া কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজও বাতাবী লেবু সংক্রান্ত প্রতিবেদন আর করছেন না বলে জানিয়েছে এক নকল সূত্র। এ ব্যাপারে শাইখ সিরাজ বলেন,‘মিষ্টি কুমড়ার এতো গুণ আগে জানলে সারাজীবন এটা নিয়েই কাজ করতাম। তাও ভালো জীবন শেষ হওয়ার আগেই জানতে পারছি। এখন আমার ধ্যান-জ্ঞান কেবল মিষ্টিকুমড়া... ’

৪৫৯ পঠিত ... ১৭:০৮, এপ্রিল ০৭, ২০২২

Top