৪০তম বিসিএসের ফল প্রকাশ, আতঙ্কে দিশেহারা প্রেমিক সমাজ

৫৫২ পঠিত ... ১৮:০৯, মার্চ ৩০, ২০২২

BCS-thumb (1)

কিছুক্ষণ আগেই ৪০তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশ করেছে পিএসসি। জানা গেছে, ৪০তম বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এ সংবাদে প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছেন বিভিন্ন বয়সের প্রেমিকরা। এমনকি তাদের কেউ কেউ দ্বারস্থ হয়েছেন ডাক্তারেরও। তবে এ ঘটনা তাদের কাছে নতুন কিছু নয়, প্রতিবছরই এ সময়ে এরকম পরিস্থিতির শিকার হন।

কথায় বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নতুন গেজেটেড কর্মকর্তাদের জন্য এখন পৌষ মাস হলেও পোস্ট রেজাল্ট ট্রমায় ভুগছেন বাংলাদেশের প্রেমিক সমাজ। রফিকুল নামের এক তরুণ জানান, ‘বিসিএসের রেজাল্টের সময়টা আসলেই মনটা কেমন যেন করে। সারা দেহে একরকম শূন্যতা অনুভব করি, একটু পর পর পানি তৃষ্ণা পায়, কানে কম শুনি, চোখে কম দেখি, আরও অনেক সমস্যা। এসব দিনগুলোতে সকাল দুপুর রাত অঞ্জন দত্তের গান শুনি। ঘুমের মধ্যেও মাঝে মাঝে বলে উঠি, ‘মালা তুমি কে?’ আমার আম্মা ভাবছে মালা নামের কোনো মেয়ের সাথে বুঝি আমার প্রেম। যাই হোক, এর আগে আরও তিনটা প্রেমিকা হারাইছি শুধুমাত্র এই বিসিএসের রেজাল্টের পরে। এটা আমার চতুর্থ প্রেম। দোয়া কইরেন যাতে এবারও একই কাহিনী না ঘটে...‘ এই বলে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ।

এদিকে শেষ তথ্য জানা অনুযায়ী, বেশ কিছু সংখ্যক বিসিএস ক্যাডার প্রেমিক তাদের সাধারণ প্রেমিকার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছেন। তানিয়া নামে ইডেন কলেজের এক ছাত্রী বলেন, ‘আমার প্রেমিকের নাম সাইফুল। সে পড়তো তিতুমীর কলেজে। বন্ধুদের কাছে শুনলাম, এবার তার বিসিএস হইছে কৃষি ক্যাডারে। অকৃতজ্ঞের বাচ্চা আমারে একবার ফোন দিয়াও জানায় নাই। সমস্যা নাই, আমিও এক হাত দেইখা নিবো। একটু আগে বিসিএসের বই কিনে আনলাম। পড়া শুরু করছি, পরেরবার ফরেনে যায়া দেখায়া দিবো...’

এ তো গেলো শুধু দু'জনের গল্প। এরকম আরও অনেকেই তাদের শঙ্কার গল্পগুলো শেয়ার করেছেন eআরকি'র বিসিএস প্রতিনিধির সাথে। সেগুলো জানতে হলে চোখ রাখুন আমাদের পাতায়। কিন্তু মানবিক কারণে আমরা সেগুলো প্রকাশ করবো না।

 

৫৫২ পঠিত ... ১৮:০৯, মার্চ ৩০, ২০২২

Top