জ্যামে বসে কনসার্টে যোগ দেয়ার জন্য ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন এ আর রহমান

২৩৭ পঠিত ... ১৩:১৭, মার্চ ৩০, ২০২২

AR-rahman-thumb

গত রাতে বিসিবির আয়োজনে মিরপুরে একটি কনসার্টে যোগ দেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব এ আর রহমান। এদিকে গতকাল রাতে পুরো ঢাকা ৩ ঘণ্টার একটি ম্যারাথন জ্যামে স্থবির হয়ে যায়। কনসার্টের কারণে নাকি অন্য কোন কারণে এই জ্যাম কী না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এই জ্যামকে একটু ভিন্নভাবে দেখছেন এ আর রহমান। তাঁর ধারণা জ্যামে বসে ঢাকাবাসী মূলত তাঁর কনসার্ট উপভোগ করেছেন।

এ বিষয়ে এ আর রহমান কবুতরের পায়ে বেঁধে একটি কৃতজ্ঞতাপত্র পাঠান। জ্যামের কারণে সেটা eআরকির কাছে পৌঁছাতে না পারলেও এক জ্যোতিষি মারফত পত্রটির বিষয়বস্তু জানতে পারি আমরা। পত্রটিতে এ আর রহমান ঢাকাবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘বিশ্বের অনেক দেশে কনসার্ট করেছি। কোন শহরেই এভাবে পুরো শহরবাসীকে জ্যামে বসে আমার কনসার্ট উপভোগ করতে দেখিনি। সেসব শহরে সাঁই সাঁই করে ভেন্যুর সামনে দিয়েও গাড়ি চলতে দেখেছি। ঢাকাবাসীর সংগীতপ্রেম সত্যিই আমাকে মুগ্ধ করেছে। কনসার্ট হয়েছে মিরপুরে, অনেকে শুনেছি ৫ কিলোমিটার দূরেও জ্যামে বসে ছিলো। তারা সরাসরি গান শুনতে না পারলেও কল্পনায় শুনেছেন বলে জেনেছি।’

ঢাকাবাসীকে জ্যামে বসে কনসার্ট উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য সরকারকেও ধন্যবাদ দেন এ আর রহমান। তিনি বলেন, ‘অনেকে ঢাকার কারণে স্টেডিয়ামে ঢুকতে পারেননি। অনেকে ব্যস্ততার কারণে। তাদের গতিময় জীবনকে থামিয়ে কিছুটা সময় সংগীতের সুধা পান করার সুযোগ করে দিয়েছেন সরকার। আমি কিংবা শহরবাসী এর আগে কোথাও এমন সম্মান পাইনি। ইচ্ছে করছে এই দেশেই থেকে যাই।’

এ আর রহমানের এই কৃতজ্ঞতা পত্রের জানার পর দোটানায় আছেন অনেক ঢাকাবাসী। ৩ ঘণ্টা জ্যামে বসে থাকা এমন একজন জিহ্বায় কামড় দিয়ে বলেন, ‘ইশ, আমি তো জ্যামে বিরক্ত হয়ে দু একটা খারাপ কথা বলে দিয়েছি। আমি কি কৃতজ্ঞতা পাবো?’

২৩৭ পঠিত ... ১৩:১৭, মার্চ ৩০, ২০২২

Top