পুনর্জন্ম পেলে রাশিদুল বারীর ঘরে জন্মাতে চান নিউটন

২৯৮৮ পঠিত ... ১৭:৫৬, মার্চ ১০, ২০২২

newton

সুবর্ন আইজ্যাক বারী ও রিফাত আলবার্ট বারীর পিতা রাশিদুল বারী। জ্ঞানে, প্রজ্ঞায় তিনি ছাড়িয়ে যাচ্ছেন পৃথিবীর সব বাবাকে। তার পিতৃবাদ নিয়ে দেশে বিদেশে নানান গবেষণাও হচ্ছে। এদিকে রাশিদুল বারীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন। পাশাপাশি রাশিদুল বারীর ঘরে নতুন করে জন্ম নেয়ার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

নিউটন বলেন, ‘এ পৃথিবীতে অনেক খারাপ বাবা আছেন। কিন্তু একজনও রাশিদুল বারী বাবা নেই। ওনার ঘরে ওনার সন্তান হয়ে একটু জন্ম নিতে চাই। ওনাকে বাবা, বাবা বলে ডাকতে চাই।’  

কেন এমন চাওয়া? জানতে চাইলে নিউটন বলেন, ‘রাশিদুল বারীর মত বাপ পাইনি দেখেই বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে বেইল পাইলাম না। সর্বকনিষ্ঠ প্রফেসর হইতে পারলাম না। লেকচার দিতে পারলাম না। দুঃখের কথা আর কী বলবো, কোনদিন নিউইয়র্কের মেয়র জন্মদিনের শুভেচ্ছা জানালো না।’

এই সময় নিজের ছোটবেলার বেশ কিছু না পাওয়ার কথাও বলেন তিনি। তিনি বলেন, ‘ছোটবেলায় স্কুল চুরির জন্য স্যারের হাতে মাইর খাইতাম, পেটে ব্যথার কথা বলে স্কুল কামাই দিতাম। কত বোকা ছিলাম। রাশিদুল বারীকে বাবা হিসেবে পেলে আজ আমিও…’ এটুকু বলেই একটা দীর্ঘশ্বাস ফেলেন নিউটন। দীর্ঘশ্বাসটি আবার টেনে বলেন, ‘থাক ওসব কথা! দুঃখ বাড়িয়ে আর কী লাভ।’

এদিকে নিউটনের এমন ইচ্ছের বিষয়ে রাশিদুল বারীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘নিউটন কে? চিনি না। ও কি সর্বকনিষ্ঠ প্রফেসর হইতে পারছে?’

২৯৮৮ পঠিত ... ১৭:৫৬, মার্চ ১০, ২০২২

Top