ক্রিস্টোফার নোলানকে দিয়ে নিজের ওয়েডিং ভিডিও ডিরেক্ট করাতে চান এনএসইউর সাথী

২৮৯ পঠিত ... ১৭:৫৩, মার্চ ০১, ২০২২

Nolanke-diye-biyer-video

ওয়েডিং ভিডিওতে এসেছে নতুনত্ব। ৯০ দশকের গোলাপ ফুল থেকে বর-বউয়ের ছবি বের হওয়ার দিন শেষ হয়েছে অনেক আগেই। এখন গল্পের যুগ। ওয়েডিং ভিডিওর জন্য রীতিমত স্ক্রিপ্ট লিখতে হয়। ক্লাইমেক্স, সাসপেন্সের সাথে বর-বউয়ের নাচ গানের অংশও।

ওয়েডিং ভিডিওতে এবার নতুন আরেক মাত্রা যোগ করতে যাচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথী। তিনি জানান, তার বিয়ে ডিরেকশন দেয়ার জন্য হলিউড থেকে নিয়ে আসা হবে ক্রিস্টোফার নোলানকে। ক্যামেরায় থাকতে পারে ক্রিস্টোফার ডয়েল।

সাথীর সাথে কথা বলতে গেলে সাথী বলেন, ‘সেই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন একটা অন্যরকম ওয়েডিং ভিডিও বানাবো। কিন্তু কোন আইডিয়া মাথায় আসছিলো না। এরপর আমি নোলানের সিনেমা দেখা শুরু করি। আর প্রেমে পড়ে যাই। এরপর থেকেই এমন সিদ্ধান্ত।’

নোলানের কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমাদের এমন প্রশ্নে সাথী বলেন, ‘ওই যে নায়ক-নায়িকা জাহাজে করে যায়, কী জানি সিনেমাটির নাম। হুম, মনে পড়ছে, টাইটানিক। ওই সিনেমাটা দেখেই আমি নোলানের প্রেমে পড়ি।’

নোলানও বিষয়টিকে বেশ ভালোভাবেই নিয়েছেন। আনুষ্ঠানিক প্রস্তাব না পেলেও ঘটনাটি জানতে পেরে নোলান বলেন, ‘অনেকদিন দারুণ কোন প্লট পাই না। এবার মনে হয় পেয়ে গেছি। এই কাজ আমি ছাড়ছি না। এবার ওয়েডিং ভিডিও দিয়ে অস্কার আনবো।’

তাহলে কাজটি আপনি করছেন? আমাদের এমন প্রশ্নে তিনি বলেন, ;অবশ্যই করছি। তবে একটা শর্তে, ভিডিও ম্যান বলে মাংস ছাড়া কাচ্চি দেয়া যাবে না। শুরুর ব্যাচে খাওয়াইতে হবে। রেজলার বাটি বার বার ফিলআপ করে দিতে হবে।’

তবে সাথীর হবু বর রাকিব কিছুটা দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন। মাথা থেকে ঘাম মুছে তিনি বলেন, ‘উনি ভিডিও বানালে তো কিছুই বুঝবো না। পরে বউ যদি ভিডিও নিয়া প্রশ্নোত্তর ধরে কী করবো? ওর সিনেমা না হয় কয়েকবার দেখে বুঝে ফেলা যায় কিন্তু নিজের বিয়ের ভিডিও একবারের বেশি কীভাবে দেখবো?’

২৮৯ পঠিত ... ১৭:৫৩, মার্চ ০১, ২০২২

Top