নিজের অয়েলি স্কিনের তেল বিক্রি করে বিলিয়নিয়ার নাদিয়া

৪১৮ পঠিত ... ১৬:৪৩, ফেব্রুয়ারি ১৯, ২০২২

Oilly-skin

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের সর্বোচ্চ মূল্য হবে ১৬৮ টাকা, আর পাঁচ লিটারের বোতলের দাম ৭৯৫ টাকা, যা আগে ছিল ৭৬০ টাকা।

এদিকে এমন খবর শুনে নিজের 'অয়েলি অয়েলি স্কিনের' পেছনে টাকা খরচ বন্ধ করে সেই তেল বিক্রি করে বিলিয়নিয়ার হওয়ার পথে নাদিয়া! নাদিয়া তার এই অভিনব তেল ব্যবসার শুরু নিয়ে বলেন, 'একদিন ডিমভাজি করতে গিয়ে দেখি তেল নাই। টিসিবির ট্রাকের পেছনে ২ ঘণ্টা দৌঁড়িয়েও তেল কিনতে পারি নাই। দৌঁড়ানোর কারণে অনেক ঘেমে যাই। বাসায় এসে দেখি, চেহারায় অনেক তেল। এরপর ওই তেল ছেকে নিয়ে ডিম ভাজি করি। সবাই খেয়ে অনেক পছন্দ করে। এরপরই মূলত আমার মাথায় ব্যবসার আইডিয়া আসে।'  

'প্রতিদিন চেহারা থেকে ১ কিলো করে তেল পাই। আমার দু'জন পার্টনার (বান্ধুবি) আছে, তাদের থেকে নেই আরো ২ কিলো। ধীরে ধীরে আরো অয়েলি স্কিনের লোকজন খুঁজে বের করি। ব্যবসা লাভ আসতে থাকে। শেয়ার বাজারে সাঁই সাঁই করে আমার ব্যবসার দাম উঠতে থাকে। তেলের দাম আবার স্বাভাবিক হওয়ার আগেই আমার ব্যবসা দিয়ে আমি অস্বাভাবিক বড়লোক হয়ে গেলাম!'

মেয়ের এমন সফল উদ্যোগে নাদিয়ার বাবা-মা'র মুখেও ফুটেছে হাসি। নাদিয়ার মা বলেন, 'ঘুম থেকে ওঠার পর মেয়ের ত্যালত্যালা মুখ দেখে প্রতিদিন মনটা খারাপ হয়ে যেতো। ওয়েলি স্কিনের কারণে মুখে কত কী উঠতো। এমন চেহারার মেয়ে কে ঘরে নেবে? কীভাবে ওর বিয়ে দিব ভেবে কত রাত জেগেছি। কত চেষ্টা করেছিলাম এই তেল মুখ পরিবর্তন করার। এখন দেখেন, সেই মুখই আমাদের ঘরে সুফল নিয়ে আসলো। তবে ওকে এখনো বলি এখন তো টাকা-পয়সা হইলো, প্লাস্টিক সার্জারি না কী যেন সেসব করিয়ে নিতে। মেয়ে মানুষ, বিয়েটা তো করতে হবে বলেন?'  

এইসময়ে তেলের মূল্যবৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ দেন নাদিয়ার বাবা-মা। কৃতজ্ঞতা স্বরূপ বাণিজ্যমন্ত্রীর বাসায় নাদিয়ার অয়েলি স্কিনের এক লিটার বিশুদ্ধ সয়াবিন তেল পাঠানোর কথাও জানান তিনি।

বিয়ের কথা উঠতেই নাদিয়াকে eআরকি টিম জিজ্ঞেস করে তার ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি বিয়ের কথা তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে বলেন, 'রাখেন বিয়ে, ব্যবসায় সফল হওয়ার পর পাশের বাসার আন্টি থেকে এক্স বয়ফ্রেন্ড- সকলে যেভাবে তেল দিয়ে যাচ্ছে তাতে আমার আর আমার ব্যবসা উভয়ের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। শুধু সেই তেলগুলো প্রসেস করে বাজারে ছাড়তে পারলে আমাকে আর থামায় কে?'

নাদিয়ার এমন সাফল্যে সরকারের পক্ষ থেকেও নাদিয়াকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সরকারের এক মন্ত্রী আমাদেরকে কানে কানে বলেন, ‘এই যে দেখেন উন্নয়ন। দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ। আজ দেশে তেলের দাম না বাড়লে নাদিয়ার মত তরুণ ব্যবসায়ীরা উঠে আসতো না।’

৪১৮ পঠিত ... ১৬:৪৩, ফেব্রুয়ারি ১৯, ২০২২

Top