নুরুল হুদাকে বিদায় সংবর্ধনা দিতে চায় মৃত ভোটার কমিউনিটি

১০৩৭ পঠিত ... ১৬:৫৯, ফেব্রুয়ারি ১৫, ২০২২

Mrito-voter-community

গত সোমবার বিদায় নিয়েছে নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ২০১৭ সালে ১৫ ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর অনেক সফলতা(!)-ব্যর্থতার মধ্য দিয়ে ৫ বছর দায়িত্ব পালন করেছেন তারা। তাদের এই বিদায়ে নানান মহল নানাবিধ প্রতিক্রিয়া দেখালেও নুরুল হুদা সহ সবাইকে সংবর্ধনা দেয়ার কথা জানিয়েছেন মৃত ভোটার কমিউনিটি।

গত ৫ বছর যাবত এই কমিশনের অন্যতম অর্জন ছিলো মৃতদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। সেই কৃতজ্ঞতা স্বরূপ মৃতরা এমন আয়োজনের কথা ভাবেন।

নুরুল হুদার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মৃত ভোটার কমিউনিটির সাধারণ সম্পাদক রতন মিয়া বলেন, ‘আমি মারা গেছি ৮ বছর। প্রথম প্রথম পোলাপান কবরে আসতো। গত ৩ বছর কেউই আসে না। কিন্তু বিশ্বাস করেন, প্রতিবারই ভোটের দাওয়াত নিয়ে কেউ না কেউ এসেছে। ভোট আসলে আমরা উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যেতাম। কবর জীবনে অত্যন্ত আনন্দের দিন ছিলো সেগুলো। ওনার কারণে আমরা হারানো ভোটাধিকার ফিরে পেয়েছি। এই অবদান আমরা কীভাবে ভুলি?’

রতন মিয়ার সাথে সহমত জ্ঞাপন করেন তরুণ মৃত ভোটার সাদমানও। সাদমান বলেন, ‘আমার তিনটা গার্লফ্রেন্ড ছিলো। ভোট দিতে গেলে মাঝে মাঝে ওদের সাথে দেখা হতো। মনটাই ভালো হয়ে যেত। উনি না থাকলে আসলেই এই সুযোগ পেতাম না। আমি ভাবছি ওনাকে আমার নিজের সংবর্ধনা দেয়ার পর অন্তত ৮-১০টা জাল সংবর্ধনাও দিবো।’

সংবর্ধনা অনুষ্ঠান কোন দিন হবে, জানতে চাইলে মৃত ভোটার কমিউনিটির সভাপতি করিম মিয়া বলেন, ‘দিনে কেন? গত ৫ বছরের পরম্পরা রক্ষা করে অনুষ্ঠান হবে রাতে। তাছাড়া দিনে আমাদের বের হওয়া বারণ।’

বিদায় নেয়ার পর ওনার প্রতি কোন পরামর্শ দিতে চান কি না, জানতে চাইলে মাফিয়া বানু নামের এক মৃত ভোটার বলেন, ‘অবশ্যই চাই। ওনার উচিত হবে এবার ভোটে দাঁড়ানো। আমরা সবাই ওনাকে ভোট দিবো।‘

১০৩৭ পঠিত ... ১৬:৫৯, ফেব্রুয়ারি ১৫, ২০২২

Top