মাত্র ৪ শতাংশ ফেল, বিলুপ্ত হবার পথে মোটিভেশন স্পিকারদের পেশা

৩০২ পঠিত ... ১৭:৩১, ফেব্রুয়ারি ১৩, ২০২২

4-perc-fail

কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো বহুল আকাঙ্ক্ষিত  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। জানা গেছে, ২০২২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৯৫.২৬। এর মধ্যে সর্বনিম্ন পাশের হার চট্টগ্রাম বোর্ডে - ৮৯.৩৯ এবং সর্বোচ্চ যশোর বোর্ডে- ৯৮.১১। এমন ফলাফলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অত্যন্ত খুশি হলেও অত্যন্ত আশাহত হয়েছেন মোটিভেশনাল স্পিকাররা৷

সাদমান রাকিব (২৮) নামে এক মোটিভেশনাল স্পিকার তার ফেক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন, 'এইসব কোনো রেজাল্ট হইলো? ভাবছিলাম অ্যাট লিস্ট ১০ পার্সেন্ট তো ফেইল করবেই। ওদের জন্যই মেইনলি স্ক্রিপ্ট, ক্যামেরাম্যান সব রেডি করে রাখছিলাম। রেজাল্ট টা পাওয়ার সাথে সাথেই ভিডিও বানিয়ে আপলোড করার কথা।এখন তো আমার পুরো টাকাটাই লস...’

শুধু সাদমান রাকিবই নন, বাংলাদেশের অন্য এক বিখ্যাত মোটিভেশনাল স্পিকার ও একই ধরনের মন্তব্য করেছেন। তবে মাত্র ৪ শতাংশ ফেল করায়ও হতাশ নন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, এটাই তো আমাদের মূলমন্ত্র। নিজে যা করি, সেটাকে আগে বিশ্বাস করতে হবে। এই যে দেখেন, এই ৪ শতাংশের জন্যই কাজ করে যাবো। ওদেরকে কেন্দ্র করেই বারবার মোটিভেশনের আয়োজন করবো। লাইফ ইজ অ্যা রেস... সবসময়ই সবকিছু একরকম থাকবে না। আমার মোটিভেশনাল স্পিকার ভাইয়েরা, প্লিজ ভেঙ্গে পড়বেন না।'

অনির্ভরশীল এক তথ্যসূত্র থেকে জানা যায়, কিছুক্ষণ আগেই এক মোটিভেশনাল স্পিকার তার ফেসবুক পেজ থেকে ফেল করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও আপলোড করেছেন। তবে সেই ভিডিও দেখে হতাশায় মুষড়ে পড়েছে অনেক জিপিএ-৫ পাওয়া তরুণ তরুণী। কাশেম (১৮) নামের এক ছাত্র বলেন, 'জিপিএ ৫ পাওয়ায় ভীষণ অপরাধবোধে ভুগছি। স্যারের ভিডিওটা আগে দেখলে যে কোন মূল্যে ফেল করতাম৷ স্যার অন্তত আমাকে নিয়েও কিছু বলতো।'

৩০২ পঠিত ... ১৭:৩১, ফেব্রুয়ারি ১৩, ২০২২

Top