বিয়ের জন্য বিইউপি কনভেনশন হল ভাড়া নিতে চান উত্তরার রশিদ

৫৪৭ পঠিত ... ১৮:০০, ফেব্রুয়ারি ১২, ২০২২

bup convention

বিয়ের জন্য মানুষের আয়োজন কিংবা উচ্ছ্বাসের কোনো শেষ নেই। কেউ কেউ চান ভিন্নরকম আয়োজন করে তাদের বিয়ে স্মৃতিবহুল করে রাখতে। এরকমই এক তরুণের সন্ধান মিললো গতকাল শুক্রবার। জানা যায়, উত্তরার রশিদ নামের এই তরুণ বিয়ের কনভেনশন হল হিসেবে ঠিক করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, যা সংক্ষেপে বিইউপি নামে পরিচিত।

এ ব্যাপারে রশিদ বলেন, ‘আমার জীবনে দেখা সেরা কনভেনশন হলের নাম বলতে বললে আমার কেনো যেন মনে পড়ে বিইউপির কথা। এটি কোনো কমিউনিটি সেন্টার নয়, বিশ্ববিদ্যালয়। তবুও এই ক্যাম্পাসে পা দিলেই একটা উৎসব উৎসব ভাব আসে শরীরে। কিসের র‍্যাডিসন, কিসের সোনারগাঁ! যে বিউপিতে একবার গেছে, তার অন্য কোথাও মন টিকবেই না। ‘Vista' নামে একটা ক্যাফে আছে। সমুচা খাইছিলাম। এখনো জিহবায় লেগে আছে ওই স্বাদ। বিয়েতে আসা সব গেস্টকে ওই সমুচা আর এক কাপ চা খাওয়ানো হবে। এছাড়া বিউপিতে একটা ব্রিজের মতো জায়গায়ও আছে। ওইটা ফটোশুটের জন্য পারফেক্ট প্লেস, আমার ওয়াইফ লেহেঙ্গা ঘুরিয়ে সেখানে বুমেরাংও করতে পারবে....’

প্রথম কীভাবে এ বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচিত হলেন এমন প্রশ্নের উত্তরে রশিদ বলেন, ‘প্রথম এ বিশ্ববিদ্যালয়ে পা দেই 'নিমাই' নামে এক ক্লোজ বন্ধুর সাথে। পুরা ক্যাম্পাস ঘুরে তিনদিন অজ্ঞান ছিলাম... আর ছেলেমেয়েগুলার কথা কী বলবো, আমার মনে হয় এরা সবাই বিদেশী বংশোদ্ভূত বাংলাদেশী। না না, ইয়ার্কি করতেছি না। ওদের সাথে কথা বলতে গেলেই নার্ভাস লাগে। আপনি কখনো কথা বলছেন? ট্রাই করে দেইখেন...’

শুধু রশিদই নয়, এমন ইচ্ছের কথা জানিয়েছেন আরও অনেক তরুণই। তবে এই ধরনের প্রস্তাবে বেশ রুষ্ট বিইউপির শিক্ষার্থীরা। মার্কেটিং চতুর্থ বর্ষের ফারিয়া তাবাসসুম আনিকা (২৩) নামের এক শিক্ষার্থী বলেন, ‘এটা য়ুনিভার্সিটি। এখানে আমরা প্রেমই করিনা জাস্ট বিকজ রেপুটেশনে স্কার পড়বে দেখে, তাও আবার আউটসাইডার কেউ বিয়ে করতে চাইলে কেমন লাগে বলেন? ইন্টার বিইউপিয়ানদের মধ্যে বিয়ে হইলে অবশ্য খারাপ হয় না, তবে  আউটসাইডারদের জন্য কোনোভাবে এটি সম্ভব না।’  

এভাবেই একে একে আরও অনেকেই ফারিয়ার মতো মতামত দেন। তবে এসবে একদমই বিচলিত হননি রশিদ। দীর্ঘ সাক্ষাৎকার শেষে রশিদ বলেন, ‘স্যার, বিয়ের আয়োজন তো ঠিকই করতেছি কিন্তু একটা মেয়েও দেখতে হবে সাথে। চিন্তা করছি বিইউপি'র মেয়ে ছাড়া বিয়ে করব না। মাঝে মাঝে আমারও জীবনানন্দ দাশের মত বলতে ইচ্ছে করে,

বিইউপি'র মেয়ে আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর অন্য মেয়ের রূপ

খুঁজিতে যাই না আর....’

৫৪৭ পঠিত ... ১৮:০০, ফেব্রুয়ারি ১২, ২০২২

Top