কাঞ্চন-নিপুন প্যানেলে হিরো আলম, জায়েদ-মিশা ভাবছেন ফরিদ উদ্দিনকে নিয়ে

৩৬২ পঠিত ... ১৬:৫৯, জানুয়ারি ২৪, ২০২২

hero-farid-nirbachon

লেখা: মোহাম্মদ ঈমাম হোসেন

এফডিসি শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলছে মেরুকরণের রাজনীতি। মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। অভিযোগ পাল্টা অভিযোগ আর চমকে ভরা এবারের নির্বাচনে চলছে আন্তর্জাতিক তারকাদের দলে ভেড়ানোর রাজনীতি।   

এর মধ্যেই কাঞ্চন-নিপুন প্যানেল ইন্টান্যাশনাল স্টার হিরো আলমকে দলে ভিড়িয়েছে। এই ভোটে জিতলেই হিরো আলমকে শিল্পী সমিতির সদস্যপদ দেবেন বলে জানান তারা। ধারণা করা হচ্ছে, হিরো আলমের মতো একজন স্টার কাঞ্চন-নিপুন প্যানেলে আসায় তাদের ভোট ব্যাংকে নতুন মাত্রা যুক্ত হয়েছে।    

এদিকে এই খবর ছড়িয়ে পড়লে সিনেমা পাড়ার রাজনীতি উৎতপ্ত হয়ে ওঠে। একটি অসমর্থিত সূত্রে আমাদের কাছে খবর আসে, জায়েদ-মিশা প্যানেল বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব আন্তর্জাতিক মুখ ফরিদ উদ্দিনকে দলে ভেড়ানোর কথা ভাবছেন। নাম প্রকাশ না করার শর্তে এই প্যানেলের এক ব্যক্তি ভুয়া সাংবাদিকের কাছে বলেন, ‘আমরা কট্টোর পন্থায় বিশ্বাস করি। তার ফলস্বরূপ আমরা ১৮০ জনকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি। এই সময় যদি আন্দোলন দানা বাঁধে তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ফরিদ উদ্দিনকে দলে ভেড়াতে চাচ্ছি। এরই মধ্যে তাকে উত্তর কোরিয়া থেকে স্বৈরাচারের আলোকবর্তিকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, চীন তার নামে গ্রেটওয়ালের নামকরণ করছে। শুধু এই নয়, আহমেদ ছফার মতো লেখক এতদিন পরে তাকে নিয়ে আবার লিখছে গাভী বিত্তান্ত, সুতরাং তারা যদি আন্তর্জাতিক শিল্পী হিরো আলমকে দলে টানতে পারে তবে আমরাও আন্তর্জাতিক শিল্পী ফরিদ উদ্দিনকে আনছি। নির্বাচনে জিতলে তাকেও আমরা সদস্যপদ দিবো। উপাচার্যের চেয়ার হারানোর পরে তারও তো কোন একটা পদের দরকার হবে।’  

শিল্পী সমিতির এই নির্বাচনে ফরিদ উদ্দিনের গুরুত্ব বুঝাতে তারা বলেন, ‘একটিবার ভাবুন, গত ১৬ দিন হলো প্রিন্ট মিডিয়া বলেন, কি ইলেকট্রিক মিডিয়া বলেন, দেশের রাজনীতি থেকে আন্তর্জাতিক রাজনীতি সব জায়গায় একটা স্পটলাইট নিয়ে আছেন তিনি। আরে বাবা চীন ভারত উত্তেজনাও তো এতো দিন মিডিয়া অ্যাটেনশন পায় না। এবং কীভাবে জায়েদ মিশা প্যানেলকে আগামী ১০০ বছর ক্ষমতায় থাকতে হয়, বিদ্যুৎ ছাড়া মসনদ ধরে রাখতে হয় তার উপর আমাদের নেতা কর্মীদের তিনি ৬ মাসের কোর্স করাবেন ফরিদ উদ্দিন।’  

ফরিদ উদ্দিনকে পুরষ্কারে ভূষিত করার ঘোষণাও দেন তারা। একটু ভূয়া সূত্র মারফত তারা জানান, ‘প্রয়োজনে এফডিসিতে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করবো আমরা। এরপর ফরিদ উদ্দিনকে সেখানকার আজীবন ভিসি হিসেবে বসিয়ে দেবো।’

৩৬২ পঠিত ... ১৬:৫৯, জানুয়ারি ২৪, ২০২২

Top