অফিস যাওয়ার জন্য দৌড় দিয়ে ভুলে ম্যারাথন জিতলেন জনৈক বেসরকারি চাকরিজীবি  

৫০২ পঠিত ... ১৭:৩২, জানুয়ারি ১০, ২০২২

beshorkari-marathon

আজ সকালে এক আচানক ঘটনা ঘটেছে বেসরকারি চাকরিজীবী জনাব রাহিমের সাথে। সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে দৌড় দিতে গিয়ে ভুলে ম্যারাথন জিতে গিয়েছেন তিনি।

জানা যায় রাহিম সকালে অফিসের জন্যই বের হন। এয়ারপোর্ট থেকে বাসে উঠলে খিলক্ষেতে জ্যামে পরেন তিনি। আধাঘণ্টা জ্যামে বসে থাকার পর কোন কূল-কিনারা না পেয়ে অফিসের উদ্দেশ্যে দৌড় শুরু করেন। দৌড়াতে দৌড়াতে নিজেকে আবিষ্কার করেন হাতিরঝিল। অনেক মানুষ বিজয়ীর মালা পরা রাহিমকে মাথায় তুলে নাচছেন। যদিও এমন কাণ্ডে বেশ ক্ষুব্ধ রাহিম ‘আমাকে অফিসে যেতে দেন ভাই’ বলে লাফিয়ে পড়ে আবারো অফিসের দিকে রওনা দেন।   

ম্যারাথনের মাঠে খুঁজে না পেয়ে রাহিমের অফিসে যাই আমরা। সেখানে রাহিমের সাথে কথা বললে পায়ে ব্যথার মলম মাখতে মাখতেতিনি বলেন, ‘কীয়ের ম্যারাথন মিয়া। অফিসে পৌঁছানোর জন্য দৌড় দিছি। এরপর দেখি আরো অনেকে দৌড়াচ্ছে। ভাবলাম তারা আমার অফিসেরই লোক। পরে গিয়া দেখি কীসব ঝামেলা। আমারে কাঁধে নিয়া নাচতেছে। এইসব নাচের কারণে অফিসে আধাঘণ্টা লেট। নইলে আমি ঠিক সময়েই অফিসে আসতে পারতাম।’

৫০২ পঠিত ... ১৭:৩২, জানুয়ারি ১০, ২০২২

Top