২৪ ডিসেম্বরের ছুটিতে চুলা, লাকড়ি, হাড়ি-পাতিল নিয়ে কক্সসবাজার যাবেন মৌচাকের মিলন

৪৪৬ পঠিত ... ১৮:১৪, ডিসেম্বর ১৯, ২০২১

265419101_465669144914803_8151488005007400567_n

তিনদিনের লম্বা ছুটিতে কক্সসবাজারে ঘুরতে যাওয়া পর্যটকরা পড়েছেন নাকাল অবস্থায়৷ খাবারের অতিরিক্ত দাম, অতিরিক্ত হোটেল ভাড়া, পরিবহন ভাড়ার চাপে অনেকের ৩ দিনের বাজেট একদিনেই শেষ হয়ে গিয়েছে।  

এমন পরিস্থিতি সামাল দিতে সামনের ২৪ তারিখের ছুটিতে চুলা, লাকড়ি, হাড়ি-পাতিল নিয়ে কক্সসবাজার যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মৌচাকের মিলন নামের এক চাকরিজীবী।  

এ বিষয়ে মি. মিলন বলেন, 'ঘুরতে যাই স্ট্রেস কমানোর জন্য, কিন্তু কক্সবাজার গেলে স্ট্রেস আরো বেড়ে যায়৷ সেজন্য এমন সিদ্ধান্ত। প্রয়োজনে বোঝা ভারি হোক, তবু স্ট্রেস কমুক।'

'এইসব নিয়ে গেলে বাড়তি লাভ৷ সাথে একটু সবজিও নিয়ে যাবো৷ বাড়তি টাকা দিয়ে ওখান থেকে আর সবজিও কেনা লাগবে না।' যোগ করেন মি. মিলন।

প্রয়োজনে পর্যটকেরর চাপ দেখলে স্থানীয় দামের চেয়ে কম দামে আলুভর্তা বিক্রি করা যাবে বলেও জানান মিলন। তিনি বলেন, 'বেশি করে আলু নিয়ে যাবো৷ চাহিদা থাকলে ৩০০ টাকা করে আলুভর্তা বিক্রি করবো৷'

পরিবহন ভাড়ার চাপ কমাতে সাথে করে একটা অটোরিক্সা নিয়ে যাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন মি. মিলন।

৪৪৬ পঠিত ... ১৮:১৪, ডিসেম্বর ১৯, ২০২১

Top