'বানাম' ভুল কালে কালে

৪৭৯ পঠিত ... ১৬:২৬, ডিসেম্বর ১৮, ২০২১

banan-bhul

(সঞ্জয় দে-এর ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহিত)

২০০৯ সালের দিকের কথা। সমকাল পত্রিকায় কাজ করি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিউজ বাসস থেকে নিয়ে কোনো ধরনের এডিট ছাড়াই হবহু ছাপার কড়া নির্দেশনা ছিল শিফট ইনচার্জের।

এমন নির্দেশা মেনে চলা খুব বিরক্তিকর। ক্লিশে সরকারি ঢংয়ের লেখালেখি পড়াটিই ছিল বিরক্তিকর। কিন্তু সিনিয়রের নির্দেশনা তো মানতেই হবে, কী আর করা!

শুধু তক্কে তক্কে থাকি, কিন্তু কোনো সুযোগ আসে না নিয়ম লঙ্ঘনের।

সে সময়ে বাসসের ফন্টে একটা সমস্যা ছিল, মানে শব্দের মাঝে যুক্তাক্ষর থাকলে নেট থেকে ওয়ার্ড ফাইল আকারে ডাউনলোড করলে যুক্তাক্ষরটি উধাও হয়ে যেত। আর যুক্তাক্ষরটির সঙ্গে আ-কার বা হ্রস্ব উ-কার জাতীয় কোনো 'কার' থাকলে সেটি অটোম্যাটিক যুক্ত হয়ে যেত যুক্তাক্ষরের আগের বর্ণটির সঙ্গে। ধরা যাক- একটি শব্দ 'চক্ষু'। বাসস থেকে ডাউনলোড করলে সেটি হয়ে যেত 'চু'।

যাহোক একবার রাষ্ট্রপতি গিয়েছিলেন সন্ধানীর এক অনুষ্ঠানে। তিনি মরণোত্তর চক্ষুদানের ভূয়সী প্রশংসা করেছিলেন। বলেছিলেন, মরণোত্তর চক্ষুদানে সবার এগিয়ে আসা উচিত। প্রত্যেকেরই মরণোত্তর চক্ষুদানে অংশ নেয়া উচিত।

আমি সেই নিউজটির ডাউনলোড করা কপি হুবহু রেখে শিফট ইনচার্জকে দিয়েছিলাম। পেইজ মেকাপের ঠিক আগে নিউজের শিরোনাম ও ভেতরের অসংখ্য বাক্য 'অশ্লীলতার' দায়ে অভিযুক্ত হয়েছিল এবং শিফট ইনচার্জ এরপর থেকে বাসসের নিউজ ঘষামাজা করার 'অনুমতি' দিয়েছিলেন।

সেই সনাতনীকালে শব্দের যুক্তাক্ষর গায়েব হতো, আর এখন চিপ/এলইডির আধুনিকতায় কেবল 'ব' গায়েব হচ্ছে। নিঃসন্দেহে আমার বহুদূর এগিয়েছি...

৪৭৯ পঠিত ... ১৬:২৬, ডিসেম্বর ১৮, ২০২১

Top