তবে কি তালেবান যোদ্ধারাই অভিনয় করবেন নায়িকার ভূমিকায়?

৪৩১ পঠিত ... ১৮:৩৪, নভেম্বর ২২, ২০২১

taliban-actress

আজ ২২ নভেম্বর ২০২১, দৈনিক প্রথম আলো থেকে জানা যায়, আফগানিস্তানে নতুন  ‘ধর্মীয় নীতিমালা’ প্রকাশ করেছে তালেবান সরকার। এই নীতিমালায় টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নাটক বা কোনো অনুষ্ঠানে নারীদের দেখানো যাবে না।

এমন ঘোষণা অত্যন্ত কৌতূহল জাগিয়েছে আফগানিস্তানসহ পুরো বিশ্ববাসীর। তাহলে টেলিভিশনের নাটক সিনেমায় নারী চরিত্রে অভিনয় করবে কে? এমন প্রশ্নের উত্তরে এক কাল্পনিক সাক্ষাৎকারে তালেবান নেতা জানান, 'পুরুষরা একাই একশো। নারীরা কখনোই খুব বেশিদূর যাইতে পারে নাই আমাদেরকে ছাড়া, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। তবে আমরা তাদেরকে ছাড়াই পারবো.. খুব তো আগের কথা না, যাত্রাপালায় নারী চরিত্রে তো পুরুষরাই অভিনয় করতো৷ আমরাও ওই শিকড়ের কাছেই ফিরে যাচ্ছি।'  

এ ঘোষণার পর আফগানিস্তানের বাজারগুলোতে বেড়ে গেছে ডাব, নারিকেল ও পরচুলার বিক্রি।

কেন নারীদের টেলিভিশনে দেখানো যাবে না—এমন প্রশ্নের উত্তরে প্রথমে উত্তর দিতে কেউ রাজি না হলেও, একটু পর একজন একটু ইয়ে খেতে খেতে জানান, 'আমাদের ধর্মে নারীকে এভাবে প্রদর্শন করা নিষেধ। এতে আমাদের ঈমান নষ্ট হয়৷ আসুন আমরা সকলেই দ্বীনের পথে থাকি....'

৪৩১ পঠিত ... ১৮:৩৪, নভেম্বর ২২, ২০২১

Top