পরিকল্পনামন্ত্রীকে মডার্ন কাফকা উপাধি দিলেন বিশ্বসাহিত্য পরিষদ

২৪৩ পঠিত ... ১৫:৩০, নভেম্বর ০৮, ২০২১

Modern-Kafka

করোনার কারণে দেশের সার্বিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা কিছুটা পিছিয়েছি, আমাদের লস (ক্ষতি) হয়েছে। কিন্তু আমরা পুষিয়ে নেব। তবে ইতিমধ্যে আমাদের মাথাপিছু আয়ও বড়েছে। আড়াই হাজার ডলার ছাড়িয়ে যাচ্ছে। শনৈ শনৈ বৃদ্ধি পাচ্ছে, রাত পোহালেই আয় বাড়ছে বাংলাদেশের, আমরা টেরই পাচ্ছি না। আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি।‘ (সূত্র-প্রথম আলো)

পরিকল্পনামন্ত্রীর এমন ভাবনাই অবাক করেছে বিশ্বসাহিত্য পরিষদকে৷ মন্ত্রীর রাত পোহালেই বড়লোক হয়ে যাওয়ার এই তত্ত্বকে কাফকার মেটামরফোসিস গল্পের সাথে তুলনা করে মন্ত্রীকে আধুনিক কাফকা উপাধিতে ভূষিত করেছেন তারা৷

কাফকার মেটামরফোসিস গল্পে দেখা যায়, গল্পের নায়ক গ্রেগর সালসা এক সকালে ঘুম থেকে উঠে দৈত্যাকার এক পোকায় পরিণত হন৷ পুঁজিবাদ, পারিবারিক সম্পর্ক ও জগতে কোন ব্যক্তির প্রয়োজনীয়তা, গুরুত্বকে ইঙ্গিত করে লেখা কাফকার এই গল্পের বিপরীতে সম্পূর্ণ বিপরীতমুখী এক বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেছেন মন্ত্রী৷ কাফকা যেখানে একজন মানুষকে অথর্ব, অন্যের উপর নির্ভরশীল করে গড়ে তুলেছেন তার বিপরীতে ২০ কোটি মানুষের আস্ত এক জনপদের সবাইকে রাতারাতি বড়লোকে রূপান্তর করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷

কাফকার কালজয়ী এই গল্পের চেয়ে অনেক বেশি মোটিভেশনাল ও আশা জাগানিয়া সৃষ্টি পরিকল্পনা মন্ত্রীর ঘুম থেকে উঠে বড়লোক হয়ে যাওয়ার তত্ত্ব৷ কাফকায় গল্পের নায়কও পারিবারিক ও চাকরি ক্ষেত্রে ও নিজের বর্তমান অবস্থা নিয়ে হতাশ ছিলেন, অথচ সকালে উঠে দেখলেন মরার উপর খাড়ার ঘা হিসেবে লোকটা হয়ে গেলেন একটা পোকা। এদিকে এম এ মান্নান সাহেবের ভাবনার ২০ কোটি নায়কও যেখানে নিজেদের বর্তমান অবস্থা নিয়ে হতাশ সেখানে মন্ত্রী নিয়ে এসেছেন বিফলে মূল্য ফেরত টাইপ এক অনন্য সমাধান৷ রাতারাতি সবাইকে বড়লোক বানিয়ে দিয়ে এক রাতেই সকল সমস্যার সমাধান করে ফেলেছেন তিনি৷

ঠিক এখানেই পরিকল্পনামন্ত্রী কাফকার চেয়ে অনেক বেশি উত্তরাধুনিক হয়ে উঠেছেন বলে জানান বিশ্বসাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শেকসপিয়ার৷ শেকসপিয়ার বলেন, 'আধুনিক গ্রেট আর অতীতের গ্রেটদের মাঝে এটাই মূল পার্থক্য৷ অতীতের গ্রেটটা সমস্যায় আরো সমস্যা তৈরি করেছেন আধুনিকরা সেখানে নিয়ে এসেছেন সমাধান। সত্যিই, নিজের সাহিত্য জীবনকে ভর্ৎসনা করে আজ মন্ত্রী সাহেবের পদতলে আশ্রয় নিতে ইচ্ছে করতেছে।'

বিষয় নজর কেড়েছে স্বয়ং কাফকারও। পরিকল্পনামন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'সুযোগ পেলে নিজের সাহিত্য জীবন নতুন করে শুরু করতে চাই৷ মান্নান স্যারের মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেয়ার কোন সুযোগ কি আছে?'

২৪৩ পঠিত ... ১৫:৩০, নভেম্বর ০৮, ২০২১

Top