ট্যুর বিডি ট্রাভেল গ্রুপের অ্যাডমিন হতে চান ইবনে বতুতা

৫১৩ পঠিত ... ১৭:৫৪, অক্টোবর ২৬, ২০২১

247498185_329226442339411_4809237770508480205_n

ইবনে বতুতাকে কে না চেনেন? একুশ বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী ৩০ বছরে তিনি প্রায় ৭৫,০০০ মাইল(১,২১,০০০কিমি) পথ পরিভ্রমণ করেছেন। পর্যটক হিসেবে মার্কোপোলোর চেয়েও প্রায় তিনগুণ বেশি ভ্রমণ করেছেন তিনি। এবার ইবনে বতুতা জানালেন তার গোপন মনের অভিপ্রায়। 

গত রবিবার এক বৈঠকে তিনি eআরকি প্রতিনিধিকে বলেন, ‘জীবনটা শেষ হইয়াও হইলো না শেষ। বহু বছর ঘুরাঘুরি করলেও মনের গহীনে কেমন যেন খাঁ খাঁ করে। মনে হয় কী যেন নাই। আস্তে আস্তে সমস্যাটা ধরতে পারছি। এত বছর ঘুরাঘুরি করেও কোন ট্যুর গ্রুপের অ্যাডমিন হতে পারলাম না—এই ব্যর্থতা আমি মানতে পারছি না।‘  

তিনি আরও বলেন, ‘আমার যোগ্যতা নিয়ে ডাউট দিবেন না। গ্রুপ চালানোর মতো যোগ্যতা অবশ্যই আমার আছে। আমার সময় কম্পিউটার না থাকায় প্রথম প্রথম টাইপিং শিখতে কষ্ট হয়েছে। এখন অবশ্য শিখে গেছি,শুধু ছবি আপলোডানো শেখা বাকি। এটা শেখা হলেই ইভেন্ট খুলে ফেলবো...’

গোপন সূত্র থেকে জানা গেছে, ইবনে বতুতা এর আগে একটি ট্যুর গ্রুপের মডারেটর হিসেবে কাজ করতে দেখা গেছে। সেখানে তিনি অকারণে মানুষকে ব্যান করায়  এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে তিনি ক্ষেপে গিয়ে বলেছিলেন, ‘আই উইল টেক  রিভেঞ্জ...’

ধারণা করা হচ্ছে, এখান থেকেই তিনি বিডি ট্যুর গ্রুপের অ্যাডমিন হওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘সামনে সাজেক যাচ্ছি। ইভেন্ট ফি ২০,০০০  টাকা। ৬০০০ টাকা খরচ, আর বাকি ১৪,০০০ আমার সাথে যাওয়ার সুযোগ দেবার জন্য। ৫০,০০০ দিয়ে কেউ তার নাম এবং ছবি আমার ভ্রমণ বিষয়ক বই ‘রিহলা’ তে জায়গা পাবে। এরজন্য অবশ্য একজন কবিকে নিয়োগ করতে হবে। আগে দিছিলাম ইবনে যোজাইয়াকে। বাংলাদেশ থেকে ভাবতেছি সাদাত হোসাইন অথবা মারজুক রাসেলকে দিবো। ভালো হবে তো....?’

৫১৩ পঠিত ... ১৭:৫৪, অক্টোবর ২৬, ২০২১

Top