অমর একুশে বইমেলা ২০২২-এ  নিজের উপন্যাসের অনুবাদ বই দেখতে মুখিয়ে আছেন আব্দুল রাজাক গুরনাহ

২৮৮ পঠিত ... ১৭:২০, অক্টোবর ১০, ২০২১

gunrah boimela

২০২১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ার লেখক আব্দুল রাজাক গুরনাহ। ছোটগল্প-উপন্যাস সহ তার  মোট বইয়ের সংখ্যা ১৮ টি।  ১৯৯৪ সালে প্রকাশিত চতুর্থ উপন্যাস ‘প্যারাডাইস’-এর জন্য তাকে এ বছর নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।  

নোবেল প্রাপ্তির পর eআরকির এক প্রতিনিধিকে আব্দুল রাজাক জানান- ‘নোবেল পেয়ে খুব ভাল্লাগছে। আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে ছোট বড় অসংখ্য অনুবাদক এখন আমার বইগুলো নিয়ে ব্যস্ত থাকবেন ভেবে কিঞ্চিৎ উত্তেজিতও বোধ করছি। সারাজীবন আমি বাংলাদেশের অনুবাদক দ্বারা অনুবাদিত হওয়ার স্বপ্ন দেখেছি। নোবেল পুরষ্কার পাওয়ার চেয়েও এই প্রাপ্তি বৃহৎ।’

এছাড়া তিনি আরও বলেন, ‘গুগল ট্রান্সলেটের অনুবাদ আমার সবসময়ই পছন্দের। নীৎসে, কাফকা, মার্কেজ, বোর্হেস সবার বই-ই আমি গুগল ট্রান্সলেট করেই পড়ি। এজন্যই বাংলাদেশের অনুবাদ আমার কাছে স্পেশাল। পড়ার জন্য মুখিয়ে আছি। আচ্ছা কোন প্রকাশনীটা ভালো হবে একটু বলেন তো?’   

আব্দুল রাজাক আগ্রহ প্রকাশ করেন রকমারির বেস্ট সেলার নিয়ে । তিনি বলেন, ‘একটা ফেসবুক গ্রুপ খুলছি ‘Razak's Novels’ নামে। ফ্রেন্ডলিস্টে সবাইকে ইনভাইট দিছি। আপনারা জয়েন হোন। এছাড়া আমার সারাজীবনের শখ রকমারি বেস্টসেলার হওয়ার...দরকার হইলে নোবেলটা রাইখা আমারে রকমারি বেস্টসেলারের ক্রেস্ট টা দেন..প্লিজ ভাই...’

২৮৮ পঠিত ... ১৭:২০, অক্টোবর ১০, ২০২১

Top