মেট্রোরেলের উল্টো পথে ট্রায়াল চান ঢাবি লাল বাস প্রেমীরা

৩১০ পঠিত ... ১৪:৫৩, আগস্ট ৩০, ২০২১

Laal-Bus

 

হয়ে গেল বহু প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেলের ট্রায়াল৷ রাজধানীর দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত হওয়া এই ট্রায়াল চোখ ভরে দেখেছে ঢাকাবাসী৷ কিন্তু এই ট্রায়াল নিয়ে খুব একটা খুশি হতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস প্রেমীরা৷ একটি ফেক বিবৃতিতে অস্তিত্ব না থাকা এই আনভিজিবল সংগঠনটি থেকে উল্টো পথে মেট্রোরেলের ট্রায়ালের দাবি তোলা হয়৷  

সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, 'উল্টো পথে চলা ঢাবির একটি ঐতিহ্য৷ এক মেট্রোরেলের জন্য এই ঐতিহ্যকে আমরা পাশ কাটাতে পারি না৷ তারমধ্যে আমাদের প্রাণের ক্যাম্পাসে আপনারা স্টপেজও করেছেন। কিন্তু ট্রায়াল করেছেন ঠিকই নিজেদের মত সঠিক লেনে৷ তাহলে আমাদের কী হবে? আমরা কি এই ট্রেনে চড়বো না! উল্টো পথে ট্রায়াল না করে আপনারা কী বুঝাতে চাচ্ছেন? আমাদেরকে ধোঁকা দেবেন? এমন অনিয়ম আমরা কোনো মতেই মানবো না। আমাদের এক দাবি, মেট্রোরেলের উল্টো পথে ট্রায়াল করতেই হবে।'  

সংগঠনটির এক কনিষ্ঠ নেতা লালমিয়া অবশ্য রীতিমত হুঙ্কার দিয়েছেন। উল্টো দিকে ফিরে তিনি বলেন, 'মেট্রোরেল স্বপ্নের, ঢাকা বিশ্ববিদ্যালয়ও স্বপ্নের আর আমাদের উল্টো লেনে যাওয়াও স্বপ্নের। সুতরাং স্বপ্ন টিকিয়ে রাখতে হলে উল্টো পথে ট্রায়াল দিয়ে দেখাতেই হবে৷ আমাদের কথা না শুনে কীভাবে আমাদের ক্যাম্পাসের উপর দিয়া চলেন আমরা দেখে নেবো।'  

মেট্রোরেলের লেনে টুকটাক কিছু গাড়িঘোড়া চালানোর অনুমোদন দেওয়ার কথাও বলেন এক নেতা৷ তিনি বলেন, ' উল্টো লেনে চলার পথে কেউ বাধা না দিলে, বাধা দেওয়া লোকটাকে দু চারটা কিল ঘুষি দিতে না পারলে আমরা আবার জোশ পাইনা৷ স্বপ্নের ঢাবির ইজ্জতও থাকে না।'

৩১০ পঠিত ... ১৪:৫৩, আগস্ট ৩০, ২০২১

Top