নিরাপত্তা চাইলো ব্রাহ্মণবাড়িয়ায় পানিপথের চতুর্থ যুদ্ধ সংগঠিত হওয়া নদীর মাছেরা

৩৪০ পঠিত ... ১৬:২৫, আগস্ট ২৩, ২০২১

Macher-Nirapotta

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী নৌকা নিয়ে মাঝনদীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নেটিজেনরা যে সংঘর্ষকে পানিপথের চতুর্থ যুদ্ধ বলে আখ্যায়িত করেছে। এই যুদ্ধে অনেকের পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে উক্ত নদীর মাছেরা। এই ঝুঁকি থেকে নদীর মাঝগুলোকে রক্ষা করতে নিরাপত্তাও চেয়েছে মৎস্য অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।   

রাজধানীর মৎস্য ভবনের সামনে অনুষ্ঠিত এক জনসভায় পরিষদের জ্যেষ্ঠ নেতা জনৈক কালবাউশ বলেন, 'যুদ্ধ করবে ওনারা, আনন্দও ওনাদের। আমাদের জন্য এসেছে শুধু ঝুঁকি। পানিতে নিরাপত্তা না পেয়ে অনেক মাছ ডাঙ্গায় উঠে মারা যাচ্ছে। স্ত্রী, সন্তান নিয়ে অনেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য নদীর উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।'  

এমন কর্মকাণ্ডকে পৃথিবীর অন্যতম বর্বরোচিত কর্মকাণ্ড বলেছেন অন্য এক নেতা। নিজের বক্তৃতায় নদীর আদি বাসিন্দা এই পোয়া মাছটি বলেন, 'আমি পানিপথের ৩টা যুদ্ধ দেখেছি, সেখানেও মাছেদের উপর এমন ঝুঁকি আসেনি। এই যুদ্ধে মনে হচ্ছে আমাদেরকে নদী ছাড়াই হতে হবে।'

এমন কর্মকাণ্ডকে ভবিষ্যতের জন্য ঝুঁকি হিসেবে দেখছেন অনেক মাছ। দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে দেখে আসা এক গজার মাছে বলেন, 'নদীতে মারামারি করার মজা যেহেতু এরা একবার পাইছে এখন থেকে দেখা যাবে প্রতি সপ্তাহে দুইবার করে এরা এই মজা নিতে আসবে৷ নদী থেকে শান্তি বোধহয় চিরতরে গেল৷'

৩৪০ পঠিত ... ১৬:২৫, আগস্ট ২৩, ২০২১

Top