ঢাকা ইউনিভার্সিটি এক্স গ্রুপে পোস্ট দিতে পড়ালেখাই ছেড়ে দিলেন থার্ড ইয়ারের মমিন

১২২৩ পঠিত ... ১৬:৫০, জুন ০৬, ২০২১

193479489_495027385157952_1163122715157511443_n

ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ- ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। জমে উঠেছে ভার্সিটির হাজারো প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা। এই মিলনমেলায় যোগ দিতে এক উদ্ভট কাজ করে বসেছেন জনৈক থার্ড ইয়ারের শিক্ষার্থী। পড়ালেখা ছেড়ে দিয়ে নিজেকে এক্স-স্টুডেন্ট ঘোষণা দিয়ে গ্রুপটিতে জয়েন দিয়েছেন তিনি।

মমিন নামের এই শিক্ষার্থীর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, 'গ্রুপে জয়েন করার পর একটা পোস্ট দিসিলাম, আমি এই গ্রুপে নতুন এড মি। সেইখানে ৯৪-৯৫ সেশনের এক ভাইয়া কমেন্ট করলো, তুমি তো এখনও স্টুডেন্ট, এই গ্রুপে কী! তারপরই আমি এই সিদ্ধান্ত নেই।'

লেফট আউট ফিল হচ্ছিল, এমন মতামত জানিয়ে তিনি বলেন, 'সব এক্স স্টুডেন্টরা কি সুন্দর ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করতেছে। আমারও তো ফেলে আসা তিন বছর আছে। আসলে চার বছর যদি আপনি করোনাসহ কাউন্ট করেন। আমি কেন স্মৃতিচারণ করতে পারবো না?'

করোনার জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় নিজেকে প্রাক্তন ছাত্রই মনে হচ্ছিল, এমনটা জানিয়ে তিনি আরও বলেন, 'লাস্ট টাইম ক্লাসে গেসি দেড় বছর আগে। এইবার বলেন আমার কাছে কী মনে হইব, আমি কে? নরমাল ছাত্র না প্রাক্তন ছাত্র?'

এই পর্যায়ে আমাদের প্রতিবেদক 'কস কি মমিন' বলে উঠলে অনার্স কোর্সের মতো এই সাক্ষাৎকারটি থেকেও লিভ নেন।

১২২৩ পঠিত ... ১৬:৫০, জুন ০৬, ২০২১

Top