ঢাবি এক্স স্টুডেন্টস গ্রুপ আসায় বন্ধ হয়ে যাচ্ছে লিংকড ইন

২০৩১ পঠিত ... ১৩:০৭, জুন ০৫, ২০২১

DU-ex-student

গত কদিন ধরে ফেসবুকের হোমপেজ কাঁপছে গর্বিতদের পদচারণায়। 'ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' নামে ফেসবুক গ্রুপটিতে যোগ দিচ্ছেন ঢাবি সবেক শিক্ষার্থীরা, জয়েন করেই ছবিসহ নিজের সম্পর্কে নানান তথ্য পোস্ট দিয়ে পরিচয় দিচ্ছেন অনেকেই। তবে কীভাবে কীভাবে যেন গ্রুপটিতে ঢুকে পড়েন ক্যারিয়ারভিত্তিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া লিংকড ইনের সিইও রায়ান। কিছুক্ষণ স্ক্রল করেই নিয়ে ফেলেন এক অবাক করা সিদ্ধান্ত। নানান রকম কর্মক্ষেত্রে সফল ব্যক্তিদের পোস্টে সয়লাব এই গ্রুপটি দেখে লিংকড ইন বন্ধ করে দেয়ার কথা ভাবছেন তিনি।

নিজের এক বক্তব্যে তিনি বলেন, 'সবাই যেভাবে ঢাবি এক্স গ্রুপে নিজের পজিশন, কাজ এবং স্কিল তুলে ধরছে, লিংকড ইনের আর কোনো দরকার নেই। যে কাজটি সামান্য একটা গ্রুপ দিয়েই হয়ে যাবে যে কাজটির জন্য হাজার হাজার কর্মী রাখা বোকামী।'

গ্রুপটির বদৌলতে বিশ্বের বেকারত্বের ধারণাও পালটে গেছে রায়ানের। রায়ান বলেন, 'পরিচয় লুকিয়ে এই গ্রুপে ঢুকে বুঝতে পারছি, দেশে আসলে কোন বেকার নেই। সবাই উচ্চপদে চাকরি করে। যারা করে না তারা এখান থেকে ভালো লিংক পাবে। বিশ্বের অন্যান্য দেশে যত বেকার আছে তারা এসে ঢাবিতে ভর্তি হয়ে এক্স হতে পারলেও নিশ্চয়ই ভালো চাকরি পাবে।'

নিজের দায়িত্ব শেষ, এবার বিশ্রামের পালা, এমনটা জানিয়ে তিনি বলেন, 'জীবনের লক্ষ্য পূরণ হলো। এবার বিশ্রাম নেবো। আর হ্যাঁ, ঢাবির একটা কোর্সের ভর্তি হয়ে এক্স হয়ে নিবো। ঢাবি এক্স স্টুডেন্ট গ্রুপে পোস্ট দিতে হবে তো।'

 

২০৩১ পঠিত ... ১৩:০৭, জুন ০৫, ২০২১

Top