ভূমিকম্পে ভেঙে গেল মিরপুরের একটি নির্মাণাধীন প্রেম

৪৫২ পঠিত ... ১৬:০৫, এপ্রিল ২৮, ২০২১

Vumikomper-Tibrotay (1)

আজ (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে রিকটার স্কেলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এই শক্তিশালী ভূমিকম্পটির ফলে জনজীবনে তেমন কোন প্রভাব না পড়লেও ভেঙ্গে গেছে মিরপুরের আড়াইদিনের একটি প্রেমের সম্পর্ক।

ভূমিকম্পের তীব্রতার ক্ষতিগ্রস্তরা হলেন মিরপুরের সাদাত ও মেহজাবিন। ৩ বছর ধরে একে অন্যকে স্টল্ক করার পর আড়াইদিন আগে তারা রিলেশনশিপ স্ট্যাটাস দেন। বলতে গেলে তাদের প্রেম অনেকটা নির্মানাধীন অবস্থাতেই ছিল। কিন্তু প্রলয়ংকারী ভূমিকম্পটির প্রথম আঘাতেই তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। অটোমেটিকভাবে ফেসবুক থেকেও রিলেশনশিপ স্ট্যাটাস ডিলিট হয়ে গেছে।

মেহজাবিনের সাথে কথা বললে তিনি জানান, 'অল্পদিনের সম্পর্ক। এত মজবুত ছিলো না। বলা যায় নির্মাণাধীনই ছিলো। ৩টা পিলারের উপ্রেই বসবাস শুরু করছিলাম। সেজন্য ভূমিকম্প সহ্য করতে পারলো না। একদম সাত আট জায়গায় ভেঙে দিলো। সাদাতকে ফেভিকল আনতে পাঠাইছি। দেখি জোড়া লাগানো যায় কি না!'

ফেভিকল আনতে আনতে কথা হয় সাদাতের সাথে। তিনি জানান, 'ভাইঙ্গা তো গেছে। তাও একটা না, দুইটা। মেহজাবিনের সাথে আড়াইদিন আর ফারিয়ার সাথে ৩ দিন। দুই বোতল ফেভিকল কিনছি, দুইটাই জোড়া দিতে হইবো।'

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এমন ঘটনার দুঃখ প্রকাশ করেছেন তারা। সাদাত ও মেহজাবিনের জন্য সরকারের পক্ষ থেকে শক্ত, মজবুত, টেকসই নতুন সম্পর্ক গড়ে দেয়ারও আশ্বাস দিয়েছেন তারা।

ভূমিকম্প বিশারদরা জানান, 'মেহজাবিন-সাদাত ছাড়াও প্রেম হবে হবে করছে, ঝগড়া লেগে আছে, সাময়িক মান-অভিমান চলছে এমন দুর্বল কাঠামোর সম্পর্কগুলোর ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে। তারা যেন সামনের ভূমিকম্পের আগেই ইউরোপ থেকে রড আনিয়ে সম্পর্কগুলো মেরামত করে।'

৪৫২ পঠিত ... ১৬:০৫, এপ্রিল ২৮, ২০২১

Top