আল জাজিরাকে ওয়েব সিরিজ না বানানোর অনুরোধ জানালো নেটফ্লিক্স

৩৭০৪ পঠিত ... ১৭:৫৪, ফেব্রুয়ারি ০৩, ২০২১

aljazeera netflix

গত দুদিনে দর্শকপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে পড়েছে নেটফ্লিক্স। সম্প্রতি মুক্তি পাওয়া আল জাজিরার একটি ‘বানোয়াট ও অপপ্রচার’ জনরার ডকুমেন্টরি সারা বাংলা ও বিশ্বে সাড়া ফেলায় নেটফ্লিক্সে লগ ইন করছে না কেউ। বিশেষ করে বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে ভিজিটরের সংখ্যা কমে একদম বিএনপি কোটায় চলে এসেছে। 

এমন নাজুক পরিস্থিতিতে আল জাজিরার কাছে ওয়েব সিরিজ না বানানোর বিনীত অনুরোধ করলো নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ওয়েব সিরিজের মার্কেট দখল করে ফেললে পথে বসতে হবে, এমনটা উল্লেখ করে রিড হ্যাস্টিংস কাঁদো কাঁদো গলায় আল জাজিরার পা ধরে বলেন, ‘চারপাশে আপনাদের ডকুমেন্ট্রির যে প্রশংসা শুনছি,আমাদেরকে তো মানুষ আর গোনায়ই ধরবে না। গ্যাংস্টার জনরার ওয়েব সিরিজ দিয়েই কোনরকমে দুটো খেয়ে পরে এই নিষ্ঠুর দুনিয়ায় বেঁচে আছি। গরিবের পেটে লাথি দিবেন না প্লিজ।’

বাংলাদেশে নেটফ্লিক্সের সাম্প্রতিক বাজার বিশ্লেষণ করে নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের মানুষ এমনিতেই ৫ টা স্ক্রিন কিনে ১০ জনে মিলে চালায়। তার উপর আছে টরেন্টের প্যারা। এদিকে হইচইসহ অন্যান্যরা ২৫০% ক্যাশব্যাকে স্ক্রিন দিচ্ছে। ব্যবসা নাই বললেই চলে। এর মধ্যে গতকাল অনেকেই নারকোসের রিভিউতে লিখে গেছে, ‘কী সব বা*ছা* বানান, পারলে গ্যাংস অফ মোহাম্মদপুরের মত একটা গ্যাংস্টার মুভি বানিয়ে দেখান।’

নিজেদের অসহায় পরিস্থিতি বোঝাতে আল জাজিরার দিকে হাত বাড়িয়ে দিয়ে রেড হ্যাস্টিংস বলেন, ‘আপনারা যদি ওয়েব সিরিজ বানান তাহলে আগে এই গরিবকে ফুটা থালা কেনার জন্য কিছু টাকা দিয়ে যান প্লিজ।’

৩৭০৪ পঠিত ... ১৭:৫৪, ফেব্রুয়ারি ০৩, ২০২১

Top