আমেরিকায় সৈন্য মোতায়েনের চিন্তাভাবনা করছে আফগানিস্তান, ইরান ও সিরিয়া

৮৪৯ পঠিত ... ১৭:৩০, জানুয়ারি ০৭, ২০২১

ভোটের ফলাফলকে কেন্দ্র করে আমেরিকান ক্যাপিটল ভবনে হামলা করেছে ট্রাম্প সমর্থকগোষ্ঠী। ভবনটি দখল করে ভাঙচুর ও অগ্নি সংযোগের খবরও পাওয়া গেছে। ইতোমধ্যে ৪ জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এমন বিশৃঙ্খল অবস্থায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকায় নিজেদের সৈন্য মোতায়েনের চিন্তা ভাবনা করছে আফগানিস্তান, ইরান ও সিরিয়া। ট্রাম্প, বাইডেনসহ আমেরিকান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়ার ব্যাপারেও আশা ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো।

মধ্যপ্রাচ্য ঐক্যজোটের এক সিরিয়ান লিডার আমেরিকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু ক্যাপিটল ভবন না, 'এই মুহূর্তের পুরো আমেরিকা হুমকির মুখে। এ হুমকি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব শান্তি রক্ষায় ঘাঁটি করা হয়ে গেছে, সৈন্যও পাঠাবো দ্রুতই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য ঐক্যজোট বদ্ধপরিকর।'

'মেক আমেরিকা গ্রেট এগেইন' এমন হুংকার ছেড়ে এই সিরিয়ান নেতা আরও বলেন, দিস ইজ অবভিয়াসলি  এ সিরিয়া'স ম্যাটার!

এর আগে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে সংগঠনটির সুপ্রিম লিডার বলেন, 'ব্ল্যাক লাইভস ম্যাটারের সময় প্রেসিডেন্টকে বাঙ্কারে লুকাইতে হইছে। কী অপমান! কী আতঙ্ক! এইসব আমরা কীভাবে সহ্য করবো। আজকে চারজন নিহত। আমেরিকায় সৈন্য মোতায়েন ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা নাই।'

এয়ার স্ট্রাইক এর ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম লিডার বলেন, 'ট্রাম্প আমাদের হেফাজতে আসলে এই বিষয়ে আলাপ করবো। আশা করি উনি না করবেন না।'

৮৪৯ পঠিত ... ১৭:৩০, জানুয়ারি ০৭, ২০২১

Top