৭ জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করার ঘোষণা ট্রাম্পের

৪০২ পঠিত ... ১৪:২৮, জানুয়ারি ০৭, ২০২১

 

৭ জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজই এক ফেক একাউন্ট থেকে ভক্তদের উদ্দেশ্যে টুইট করে এ ঘোষণা দেন তিনি। 

৩ নভেম্বর ২০২০ এ নির্বাচনের ফলাফলের পর থেকেই ফল না মানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ৭ জানুয়ারি সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণের পর ট্রাম্প সমর্থকরা আমেরিকার ক্যাপিটাল হিল ভবনে হামলা চালায়। ব্যাপক বিক্ষোভের পর ভবনটি নিজেদের দখলেও নিয়ে নেয় তারা।

ট্রাম্প সমর্থকদের এমন কর্মকাণ্ডে ট্রাম্প প্রশাসনকে নিয়ে বিশ্বনেতারা সমালোচনা করলেও ট্রাম্প বলছেন ভিন্ন কথা। গণতন্ত্রকে রক্ষা করতে এমন মুভমেন্ট সময়ের দাবি ছিলো বলে নিজের ফেক টুইটার থেকে জানান তিনি। ৭ জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করার ঘোষণাও আসে ফেক একাউন্টটি থেকে। অপরদিকে ৩ নভেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবেও পালন করবেন বলে জানান।

আমেরিকার গণতন্ত্রকে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, '৩ নভেম্বর বাইডেন নামের এক ছিনতাইকারী এই গণতন্ত্র হাইজ্যাক করে ফেলেছিলো। তাকে উদ্ধার করা আমাদের দায়িত্ব।' এই সময় তিনি তিনবার 'মেইক আমেরিকা গ্রেট এগেইন' বলে সজোরে স্লোগান দেন।

এমন সহিংস প্রতিরোধের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, 'এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ইলেকশন।'

৩ নভেম্বরের নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ দাবি করে ট্রাম্পের এমন কর্মকাণ্ডের সমালোচনা করা হলে তিনি বলেন, 'পৃথিবীতে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলোতেই ক্ষমতাসীন দল জিতেছে। আমেরিকার নির্বাচনে হয়েছে তার ব্যতিক্রম। একে কীভাবে সুষ্ঠু বলা যেতে পারে?'

গণতন্ত্র রক্ষা দিবসের প্রবর্তক উগান্ডার সমর্থক পাওয়ার আশা ব্যক্ত করে ট্রাম্প বলেন, 'উগান্ডার গণতন্ত্র রক্ষা দিবসের একদিন পরই আমেরিকা এমন সুদিন দেখেছে। আশা করবো উগান্ডা আমাদেরকে নৈতিক সমর্থন দিবে। তাহলে জয় নিয়ে আমাদের আর কোন চিন্তা থাকে না।'

 

এদিকে ৫ জানুয়ারির পাশাপাশি এখন থেকে ৭ জানুয়ারিকেও গণতন্ত্র হত্যা দিবস পালন করার ঘোষণা দিয়েছে উগান্ডা জাতীয়দাবাদি পার্টি।

৪০২ পঠিত ... ১৪:২৮, জানুয়ারি ০৭, ২০২১

Top