কোরবানির পরে ভূমিষ্ঠ হওয়া শিশু 'ওঁয়া ওঁয়া'র পরিবর্তে কেঁদে উঠলো 'হাম্বা হাম্বা' করে

৩৪৪ পঠিত ... ১৫:৩২, আগস্ট ০৬, ২০২০

কোরবানির মৌসুমে আশেপাশে প্রচুর অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায়। কোরবানির মাংস খেতে খেতে মাথা খাটিয়ে এমনই এক অলৌকিক ঘটনার সন্ধান পেয়েছে eআরকি। কোরবানির চতুর্থ দিনে জন্ম নেয়া এক মানব শিশু 'ওঁয়া ওঁয়া' করে না কেঁদে, কেঁদে উঠলেন 'হাম্বা হাম্বা' করে।

ডাক্তাররা এমন ঘটনার কোন ব্যাখ্যা দাঁড় করাতে না পারলেও নবজাতকের দাদি eআরকির একটি ফেক আইডিকে বলেন, 'কোরবানির দিন থেকে শুরু করে এ কয়দিনে আমি অনেক গরুর মাংস খাইছি আমরা। সকালে, দুপুরে, রাতে, নাস্তায়, লাঞ্চে, ডিনারে, ডেজার্টে সবকিছুতে গরুর মাংস খাওয়ায় এমনটা হতে পারে। এমনকি আমাদের পানির গ্লাসেও গরুর মাংস লেগে থাকতো।'

ঘরব্যাপী গোগো করা গরুর মাংসের গন্ধকেও দায়ী করছেন অনেক বিশেষজ্ঞরা। এমনই একজন বলেন, এক্ষেত্রে ঘ্রাণশক্তি বাকশক্তিতে রূপান্তরিত হয়েছে। নাথিং সিরিয়াস।

তবে নবজাতকের মা সকল দোষ দিচ্ছেন নবজাতকের পিতাকে। পিতার দিকে তাকিয়ে দাঁত কিড়মিড় করতে করতে তিনি বলেন, 'আমার সন্তানরে দেখতে আইসা এই ভুইত্তামারা লোকটা দাঁত ক্যালাইয়া গরুর মাংস খাইতেছিলো। হের লাইগা এমন হইছে! এরে আমার চোখের সামনেত্তে যাইতে কন।'

তবে এমন খবরে ডায়বেটিস বা হার্টের জটিলতার কারণে গরুর মাংস খেতে না পারা মানুষদের মাঝে একটু উচ্ছ্বাস দেখা গেছে। এমনই একজন বলেন, ভালো হইছে। জোয়ান পোলাপানও এহন আর আমগোরে দেখাইয়া দেখাইয়া গরুর মাংস খাইতে ভয় পাইবো। যদি আবার তাগো সন্তান.... হাহাহা....

সদ্য ভূমিষ্ঠ এই স্পেশাল নবজাতকের ব্যাপারে এক গ্যাস্ট্রোলজিস্ট বলেন, এই স্পেশাল শিশুটি হবে গরুর মাংস প্রুফ। গরুর মাংস খেলে এর কোন ধরণের শারীরিক জটিলতা দেখা দিবে না। এমনকি কোরবানির গর কিনে সে সবসময় জিতবে।

৩৪৪ পঠিত ... ১৫:৩২, আগস্ট ০৬, ২০২০

Top