মুভির উল্টাপাল্টা রেটিং থামাতে ডিবি পুলিশের আদলে গঠিত হচ্ছে আইএমডিবি পুলিশ

৫৫৫ পঠিত ... ১৯:৪২, জুলাই ২৭, ২০২০

IMDB তে 'দিল বেচারা' মুভির অস্বাভাবিক রেটিং নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ার বিস্তর আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে এই রেটিং-বিভ্রাট নতুন কিছু নয়। এরকম উল্টাপাল্টা রেটিং চলে আসছে বহুদিন ধরেই। এতদিন ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায়নি IMDB কতৃপক্ষ। তবে এবার IMDB রেটিংয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় তারা কিছুটা বিচলিত হয়েছে। তারই ফলশ্রুতিতে এবার গঠিত হতে যাচ্ছে আইএমডিবি পুলিশ৷

জানা গেছে, বাংলাদেশের ডিবি পুলিশের আদলেই গঠিত হবে আইএমডিবি পুলিশ৷ এই বাহিনীর প্রধান কাজ হবে উল্টাপাল্টা রেটিং চিরতরে থামানো। IMDB-এর মহাপরিচালক এক অডিও বার্তায় বলেছেন, 'ভুলভাল রেটিংকারীদের রুখতে কঠোর অবস্থানে যাবে আইএমডিবি পুলিশ। কাউকে ছাড় দেয়া হবে না।'

বর্তমান এবং পূর্বের সব রেটিং নজরদারিতে আনা হবে এমনটা জানিয়ে মহাপরিচালক হুশিয়ারি দিয়ে বলেন, 'এবার থেকে রেটিং দিতে গেলে আপনাকে দুবার ভাবতে হবে। ভুলভাল রেটিং দেখলেই রেটিংকারীকে আইএমডিবি পুলিশের কার্যালয়ে ডাকা হবে। সেখানে চা পানির ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে আমরা বাংলাদেশি ডিবি পুলিশের মেনুই ফলো করব৷'

রেটিং করার আগে ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি আপলোড দিতে হবে এমনটা উল্লেখ করে তিনি আরো বলেন, 'আইএমডিবি পুলিশের সাইবার ইউনিটও তৈরি করা হচ্ছে৷ এ ব্যাপারে আমরা জব্বার স্যারের কাছ থেকেও পরামর্শ নিবো। তাকে ইনবক্সে লিংক দেয়া হয়েছে।'

এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে জনৈক রেটিংদাতা মৃদু হেসে বলেন, 'শোনেন ভাই, আমাদের আবেগের সামনে আর্মি পুলিশ দাঁড়াইতে পারবে না। এইসব ডিবি পুলিশের ভয় আমরা পাই না। তবে, রেটিং সিস্টেমে পরিবর্তন আনতে হবে।'

দিল বেচারা মুভির ক্ষেত্রে 'দশে এগারো' রেটিং খুব প্রয়োজন বলেও মনে করেন এই রেটিংদাতা।

৫৫৫ পঠিত ... ১৯:৪২, জুলাই ২৭, ২০২০

Top