পদত্যাগই সমাধান নয়: নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীকে মোটিভেশন দিলেন উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী

৫৩২ পঠিত ... ১১:১৫, জুলাই ০৩, ২০২০

'পদত্যাগ' শব্দটা বাংলাদেশিদের কাছে একটু অচেনা। দীর্ঘদিন পর সেই অচেনা শব্দটা আবারো সামনে এসেছে। কারণ, সমালোচনার মুখে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ ও লকাডাউন ভাঙা নিয়ে সমালোচিত হচ্ছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার তিনি তাঁর পদত্যাগের কথা জানান। ( সূত্র: প্রথম আলো )

newzealand halth minister

 

অবশ্য এই ঘটনায় মুষড়ে পড়েছেন উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী। পদত্যাগ ব্যাপারটাকে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। পদত্যাগ শব্দটি শুনে তিনি অসুস্থ হয়ে পড়লে সবাই তাকে বুঝিয়ে বলল, 'স্যার এই পদত্যাগ তো আপনার না। এটা নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ।' এরপর তিনি উঠে বসেন এবং নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, 'পদত্যাগ কোনো সমাধান নয়৷'

জীবন কে আরো সহজ চোখে দেখতে হবে, উল্লেখ করে তিনি বলেন, ' সস্তা গগলস চোখে দিলে ক্লিয়ার দেখবেন কিভাবে? একটু দামি গগলস ব্যবহার করুন। আমরা ৫০০০ টাকা দামের গগলস চোখে দেই বলেই সব কিছু সহজ লাগে। মিছিমিছি জটিল চিন্তা কেন করবেন?' বলেই তিনি মুখের ভাপ মেরে নিজের গগলসটা পাঞ্জাবির কোনা দিয়ে পরিষ্কার করতে শুরু করেন।

সমালোচনা জীবনে আসবেই, ভেঙে পড়লে চলবে না, এমনটা জানিয়ে উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, 'আপনি বোকা নাকি? সমুদ্রের পাড়ে গেলেন কেন? সিঙ্গাপুর গেলেই তো প্রকৃত মজা পেতেন। এত স্ট্রেস নেয়ার পর একটু স্পা হলে মন্দ কী?' বলেই তিনি বাঁ চোখে একটা টিপ মারেন। এসময় আশে পাশের লোকজন 'সহমত স্যার' বলে সমস্বরে চেঁচিয়ে ওঠে। 

এরকম পরিস্থিতিতে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে বলেও তিনি জানান। তিনি নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি ফিরে আসার আহবান জানিয়ে বলেন, 'আপনার চেয়ে অযোগ্য কেউ যদি এখন স্বাস্থ্যমন্ত্রী হয়, সেই দায় কি আপনি এড়াতে পারেন? আপনাকে নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে৷' এতটুকু বলে উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী হাঁপিয়ে উঠলেন।

কিছুক্ষণ থেমে স্যানিটাইজার দিয়ে নিজের দুই হাত পরিষ্কার করে তিনি সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, 'আজকেও কি ৪০০০?'

৫৩২ পঠিত ... ১১:১৫, জুলাই ০৩, ২০২০

Top