এতদিন পর মাঠে নেমে ক্যাচ মিসটা মিস করতে চাইনি : ইমরুল কায়েস

৬৯২ পঠিত ... ১৯:১৪, নভেম্বর ১৪, ২০১৯

আজ ইন্দোরে হল্কার ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়। প্রতিবারের মতোই বাংলাদেশ স্কোয়াডে ইমরুল কায়েসের অন্তভূর্ক্তি ও নিজের পারফর্মেন্সের মধ্য দিয়ে আলোচনার সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন। অতঃপর নিজের নামের প্রতি সুবিচার করে প্রথম ইনিংসে ১৮ বলে অমূল্য ৬ রান করেছেন, এগিয়ে নিয়েছেন বাংলাদেশের ইনিংসও। তবে মূল ফর্মে তিনি আসেন ফিল্ডিংয়ে নেমেই! আবু জায়েদের করা ২৫তম ওভারে স্লিপে দাঁড়িয়েও আগারওয়ালের ক্যাচটি দুর্দান্তভাবে মিস করেছেন এই 'ক্যাচ মিস কিংবদন্তি'।

বসের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর আমরা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই কল্পনাতেই তার সাক্ষাৎকার নিতে ছুটে যায় আমাদের eআরকিকরা। প্রথম দিন শেষে কতটুকু এগিয়ে বাংলাদেশ? eআরকি ক্রিকেট গবেষক দলের এমন জিজ্ঞাসায় কায়েস জানান, প্রথম ইনিংসে আমরা এখনো ৬৪ রানে এগিয়ে থাকলেও ক্যাচ মিসের দিক থেকে একটি ক্যাচ মিস এখনো পিছিয়ে আছি। একটি ক্যাচ মিস করে আমি কিছুটা সমতা আনার চেষ্টা করছি। টিমের আর কেউ তো ওভাবে চেষ্টাই করেনি। না করুক, আশা করছি কালকের দিনে আমি তাও পুষিয়ে দিবো। ওয়েট এন্ড সি!'

'অনেকদিন পর খেলতে নেমেই ক্যাচ মিস, কেমন লাগছে?' জানতে চাইলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কায়েস জানান, 'মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। নিয়মিত ক্যাচ মিস না করলে আমার দম বন্ধ হয়ে আসে। কতগুলো দিন খেলি না, ক্যাচ মিস করি না। ক্যাচ মিসকে অনেক মিস করছিলাম। এতদিন পর মাঠে নেমে প্রথমদিনেই সুযোগটা পেয়ে, ক্যাচ মিসটা একেবারে মিস করতে চাইনি।'

এছাড়াও স্লিপে দাঁড়ালে ক্যাচ মিস করার সুযোগ বেশি জেনে প্রথম থেকেই স্লিপে ফিল্ডিং করার জন্য মুখিয়ে ছিলেন, এমনটাও জানালেন তিনি।

ক্যাচ মিসহীন এই এতদিনের অপেক্ষা কতটা দীর্ঘ ছিলো? আমরা জানতে চেয়েছিলাম তাও। কায়েস জানালেন সেই দুর্বিষহ দিনগুলোর কথা, 'আপনারা তো জানেন, মিস ছাড়া আমার চলেই না। দলে সুযোগ না পাইলে নিয়মিত প্র্যাকটিস মিস করি। তাছাড়া ট্রেন মিস, বাস মিস, ফ্লাইট মিস করেও দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করেছি অনেক। কিন্তু ক্যাচ মিস করার স্বাদ কী ওসবে পাওয়া যায়। সেক্ষেত্রে অপেক্ষাটা দীর্ঘই ছিলো বলা যায়। তার উপর ক্যাপ্টেন টসে জিতে নিছে ব্যাটিং! কেমনটা লাগে। অপেক্ষা আর দীর্ঘ করতে চাইছিলাম না বলেই দ্রুত আউট হয়ে গেছি। এন্ড ফাইনালি আই ডিট ইট! উফফ!'

এই পর্যায়ে তিনি হাতে থাকা পানির বোতলটি উচ্ছ্বসিত হয়ে উপরে ছুড়ে মারলে সেটি আবারো ক্যাচ করতে গিয়ে মিস করেন।

এই ক্যাচ মিসের মাধ্যমে বাংলাদেশ জয়ের পথে কতটুকু এগিয়ে গেলো? কায়েস জানালেন তাও, 'দেখুন, ক্যাচটা ধরলেই কোহলি নামত। দিন শেষে আমরা যত রানের লিড নিয়ে শেষ করলাম, লিডের পরিমাণ আরও কমে যেত। সেটা কি খুব ভালো হইত, বলেন?'

৬৯২ পঠিত ... ১৯:১৪, নভেম্বর ১৪, ২০১৯

Top