জুয়েলারিতে পাওয়া যাচ্ছে পেঁয়াজ; দাম ভরি প্রতি ৫০০০ টাকা পূণঃনির্ধারণ

৫৮৫ পঠিত ... ১৭:২৬, অক্টোবর ২৮, ২০১৯

বিশ্বের প্রতিটা দেশই বিশেষ কোন কারণে বিখ্যাত। আমাদের দেশেরও বিখ্যাত হওয়ার অনেকগুলো কারণ আছে। সাম্প্রতিক সময়ের বিচারে আমাদের দেশ সময়ে, অসময়ে যেকোন কিছুর ব্যয় বা দাম বেড়ে যাওয়ার জন্য বিখ্যাত হয়ে আছে। এই বিখ্যাত হওয়ার উৎপাতে পেঁয়াজের দাম প্রায়ই উর্ধ্বগগণপাতে চলে যায়। ৮০ থেকে ১০০, ১০০ থেকে ১২০ কিংবা বেড়ে যায় জ্যামিতিক হারে। তবে অতিতের সব মাইলফলক ছাড়িয়ে পেঁয়াজ এবার ঝলক দেখাবে চকচকে প্রতিফলনে। হ্যাঁ, এবার আর কাঁচাবাজারে কিংবা ঝুড়িতে নয়, পেঁয়াজ চলে যাছে স্বচ্ছ কাঁচ ঢাকা সোনার বাজারে ৫০০০ টাকা ভরিতে। জুয়েলারিতে স্বর্ণের পাশে স্থান পেয়েই মর্যাদা ও দামে নিজের চকচকে আলো ছড়িয়ে ঝলসে দিবে সাধারণ মানুষের চোখ।

গ্রাফিক্স: তৌকির হোসেন ভূঁইয়া
পেঁয়াজকে এমন রাজ মর্যাদা দিতে পেরে কেমন লাগছে জানতে চাওয়া হয়েছিলো শ্যামবাজার ও খাতুনগঞ্জে পেঁয়াজকে বিশ্বস্ততার সাথে বুক দিয়ে আগলে রাখা বেশ কিছু পেঁয়াজ পালোয়ানের কাছে। তারা জানান, 'পেয়াজের এমন মর্যাদা তো পাওয়ারই ছিলো। প্রতিনিয়ত পেঁয়াজকে এমন মর্যাদা দেয়ার চেষ্টাও ছিলো আমাদের। যখনই সুযোগ পেয়েছি তখনই পেঁয়াজকে দিয়েছি প্রিন্সের সম্মান। তবে গুণের কদর করতে না জানা মানুষের যন্ত্রণায় পেঁয়াজকে তার প্রাপ্য সম্মান বেশিদিন দিতে পারতাম না।'

স্বর্ণের চেয়েও পেঁয়াজের দাম বেশি হওয়া দরকার বলে মনে করেন অন্য এক পেঁয়াজ পালোয়ান। তিনি জানান, 'স্বর্ণ ছাড়া আপনার দিন-মাস-বছর কিংবা একটা পুরো জীবনও কাটিয়ে দিতে পারবেন। পেঁয়াজ ছাড়া পারবেন? মোটেও পারবেন না! ফি-রোজ পেঁয়াজ মিশে আছে মানুষের হাসি-কান্নার সাথে। সকালে সিঙ্গারা খেতে গিয়ে সাথে পেঁয়াজ পাওয়া মানুষের খুশিতে জ্বলজ্বল করা চোখ দেখেছেন কখনো? সেই খুশির দাম আপনি টাকা দিয়ে দিতে পারবেন? আমিতো মনে করি ডায়মন্ডের চেয়েও পেঁয়াজের দাম বেশি হওয়া উচিত! হাতে আরো ক্ষমতা থাকলে আমরা সেই পথে আগাবো ইনশাল্লাহ!'

এদিকে জুয়েলারি ব্যবসায়ীরাও তাদের ব্যবসার মধ্যে পেঁয়াজকে যুক্ত করতে পেরে বেশ আপ্লুত হয়েছেন। বেশি বেশি লাভের আশাও করছেন তারা। এমন এক ব্যবসায়ী জানান, 'স্বর্ণ তো আর মানুষের নিত্য দিন লাগতো না! ফলে আমাদের জুয়েলারির দোকানগুলোতে তেমন কাস্টমারও হইতো না তেমন। পেঁয়াজ বিক্রির সুযোগ পেলে সেই অভাবটা কেটে যাবে। নিত্যই কাস্টমার গিজগিজ করবে দোকান।'

জুয়ালারিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তাও মাত্র ৫০০০ টাকা ভরিতে, এমন খবরে নাকি বেশ কিছু কাস্টমার পেঁয়াজের নানান ধরণের অলংকার বানানোর ব্যপারেও ফোন দিচ্ছেন জুয়েলারি ব্যবসায়ীদের। কেউ কেউ পুরোনো স্বর্ণের গয়নার বিনিময়ে নিয়ে যাচ্ছেন পেঁয়াজ। এ ব্যাপারে একজন কাস্টমার রাখলেন একটি প্রশ্ন, 'স্বর্ণের দুল দিয়া কি তরকারি রান্ধা যায় ভাই, বলেন?'

৫৮৫ পঠিত ... ১৭:২৬, অক্টোবর ২৮, ২০১৯

Top