ডিএনএ টেস্টে নির্ণয় করা যাবে এডমিশন টেস্টের ফার্স্ট-সেকেন্ড-থার্ডের প্রকৃত কোচিং

৭৫৯ পঠিত ... ২২:০৪, অক্টোবর ২১, ২০১৯

আমাদের এই বাংলাদেশ বহু আশ্চর্য জিনিসের জন্য বিখ্যাত৷ তার মধ্যে বর্তমান সময়ে সবচাইতে আশ্চর্যজনক বিষয় দেখা যায় বুয়েট, মেডিকেল বা বিভিন্ন ভার্সিটির এডমিশন টেস্টের রেজাল্ট দেয়ার পর। এসব জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া প্রতিটা স্টুডেন্ট দেখা যায় একই সাথে দেশের প্রায় প্রতিটা কোচিং সেন্টার থেকে কোচিং করেছে। একসাথে তিন চারটা কোচিং সেন্টার দাবি করে টপ থ্রির মধ্যে থাকা স্টুডেন্টটা তাদের থেকে কোচিং করেছে। অনেকটা দুটি মানুষ একটি মনের দাবিদার টাইপের। এখানে হবে, বিধি তুমি বলে দাও আমি কার, চারটি কোচিং একটি স্টুডেন্টের দাবিদার।

তবে সামনের দিনগুলোতে সম্ভবত থাকছে না এই কনফিউশন। বিধির বলা লাগবে না, ডাক্তাররাই খুঁজে বের করতে পারবেন স্টুডেন্ট তুমি কার! খুব শীঘ্রই ডিএনএ টেস্ট করেই জানা যাবে টপার স্টুডেন্টটা আসলে কোন সেন্টারে কোচিং করেছে। এমনই এক প্রযুক্তি আবিস্কারের ঘোষণা দিয়েছে ইতোপূর্বে মেডিকেলে প্রথম দ্বিতীয় হওয়া চিকিৎসাবিজ্ঞানীরা। তারা বলেন, 'কাজ প্রায় শেষের পথে। তিন পার্সেন্ট কাজ শেষ, আর সাতানব্বই পার্সেন্ট হলেই এই প্রযুক্তি জনসম্মুখে আনা হবে৷ কোন তিন পার্সেন্ট কাজ হয়েছে এমন প্রশ্ন করলে এক বিজ্ঞানী জানান, প্রযুক্তির নাম নির্ধারণ করা হয়েছে শুধু৷ সেই নাম হলো, রিয়েল কোচিং ট্র্যাকার৷'

মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছরের ফার্স্ট, সেকেন্ড, থার্ডদের একটি সম্মেলনে এইসব তথ্য জানা যায়। সেখানে একজন থার্ড বলেন, 'মূলত এই প্রযুক্তি আবিষ্কারের জন্যই আমি মেডিকেলে ভর্তি হয়ে ডাক্তার হতে চাই। প্রতি বছর এই কনফিউশন আর ভাল্লাগে না।'

আরেকজন সেকেন্ড জানান, 'শুধু কোচিংই নয়, ডিএনএ টেস্টের মাধ্যমে সে কোন কোচিংয়ের কোন ব্যাচে ছিল, সেটাও নির্ণয় করার পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি।' এ সময় উদ্ভাসের তুখোড় ব্যাচে পড়া কয়েকজন ছাত্রছাত্রীকে উল্লাসে হইহুল্লোড় করতে দেখা যায়।

এ প্রসঙ্গে একজন চিকিৎসাবিজ্ঞানী জানান, 'আসলে জানেন তো, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। এই সময়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের কে কোন কোচিংয়ে পড়েছে, এটা নির্ণয় করার প্রযুক্তি আবিষ্কারই শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং খুব দ্রতই এমন কিছু উদ্ভাবন করা অসম্ভব কিছু নয়।'

তবে এ ব্যাপারে একজন কোচিং মালিক জানান, এমন কোনো প্রযুক্তি আসলে সেই প্রযুক্তির আবিষ্কারকরা যে তার কোচিংয়েই পড়েছেন, অলরেডি তেমন একটা বিজ্ঞাপন দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

৭৫৯ পঠিত ... ২২:০৪, অক্টোবর ২১, ২০১৯

Top