একাত্তর টিভির প্রযোজনায় আসছে বিধ্বংসী সহিংস গেম 'রেডিট'

১৪৩৫ পঠিত ... ২২:১৯, অক্টোবর ২০, ২০১৯

গত ১৮ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসি সহিংস গেম হিসেবে চিহ্নিত করে পাবজি, পাবজি লাইট ও কল অপ ডিউটিসহ বেশ কিছু অনলাইন গেমকে বাংলাদেশের বন্ধের ঘোষণা দেন। যদিও একদিন পরেই আবার পাবজির উপর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।

তবে বন্ধের ঘোষণা আসার পর থেকেই দেশের পাবজিসহ অন্যান্য অ্যাকশন ধর্মী গেম লাভারদের জন্য দারুণ এক খবর নিয়ে অ্যাকশন হিরোর ভঙ্গিতে সামনে আসেন একাত্তর টিভি। তারা জানান, একাত্তর টিভির প্রযোজনায় দেশে আসছে নতুন মার-মার-কাট-কাট সহিংস গেম রেডিট।

একাত্তর টিভির কাছাকাছি একটা মিডিয়া বাহাত্তর টিভি জানায়, বাজারে আসা রেডিট মূলত বাংলাদেশি প্রথম জম্বি ঘরানার গেম। লাল রক্তের সঙ্গে মিল রেখে এটির নাম 'রেড ইট' রাখা হয়েছে। এ গেমের একজন খেলোয়াড় সম্পূর্ণ নিজ মালিকানায় নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট পাবেন। দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও এটা মূলত একটি সহিংস গেম। গেমের প্যাকেটে সামাজিক যোগাযোগ মাধ্যম টাইপ ব্যাপার আর কি। এই সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটের ছন্মবেশে থাকা সহিংস গেম নিয়ে তাকে মাঠে নামতে হবে। আক্রমণ করতে হবে অন্যান্য কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমকে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আক্রমণ করবে সেই পরিণত হবে সহিংস জম্বি গেমে। এরপর সে সামাজিক যোগাযোগ মাধ্যমই আবার কোন সামাজিক যোগাযোগ মাধ্যমকে আক্রমণ করলেও সেও হয়ে যাবে আর একটি জম্বি।

বাংলাদেশে প্রথম জম্বি ঘরানার সহিংস গেম রেডিটিটের আরো দুটি ভার্সন আনার ঘোষণাও দেন একাত্তর টিভি। নাইন গেগ, বাজফিড নামে পরের দুটি ভার্সনে আরো বেশ চমক নিয়ে আসবেন বলে জানান এই প্রযোজনা প্রতিষ্ঠানটি।

১৪৩৫ পঠিত ... ২২:১৯, অক্টোবর ২০, ২০১৯

Top