প্রস্তাবিত বাজেট শুনে জ্যোতিষচর্চা থেকে অবসর নিচ্ছেন ম্যাককালাম

২১০ পঠিত ... ২১:০২, জুন ১৩, ২০১৯

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সম্প্রতি জ্যোতিষচর্চা শুরু করছিলেন বিশ্বব্যাপী। তবে আজ জানা গেছে, ক্রিকেটের পর এবার জ্যোতিষচর্চা থেকেও অবসর নিতে যাচ্ছেন এই কিউই। বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই এ ঘোষণা দেন তিনি।

নিউজিল্যান্ড দলের হয়ে তিন ফরম্যাটে এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলেছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। অধিনায়কত্বের পাশাপাশি বেশ অনেকদিন উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৫ বিশ্বকাপে দলকে ফাইনালেও তুললেও রানার্স আপ হয় নিউজিল্যান্ড। এরপরই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ২০১৬ সালে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানান তিনি। এরপর ক্রিকেট ধারাভাষ্যে দেখা যায় এই সাবেক ক্রিকেটারকে। আর সম্প্রতি বিশ্বকাপ কেন্দ্র করে তার জ্যোতিষী পরিচয়টিও উন্মোচিত হয় জনসাধারণের কাছে।

ক্রিকেট বিশ্বকাপে কোন দল কার কাছে জিতবে, এই সংক্রান্ত একটি ভবিষ্যৎবাণী করে তিনি তোলপাড় তোলেন ক্রিকেট বিশ্বে। শুধু ভবিষ্যৎবাণীই নয়, একই ম্যাচে দুই দলকে জিতিয়ে দেওয়ার ফর্মুলাও প্রণয়ন করেন তিনি। সেই ব্র্যান্ডন ম্যাককালামের জ্যোতিষ ব্যবসা ছেড়ে দেওয়ার ঘটনা শুনে বিস্মিত হয়েছেন অনেকেই। এ বিষয় নিয়ে কথা বলতে তার সাথে যোগাযোগ করে eআরকি। জানতে চাওয়া হয়, কেন ছেড়ে দিচ্ছেন সম্ভাবনাময় এই পেশা! উত্তরে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ‘সম্ভাবনা দেখলেন কোথায়? আমি ভাবছিলাম বসুন্ধরা সিটিতে দোকান দিব একটা। কিন্তু সেইখানে আমার ওস্তাদ লিটন দেওয়ানের দোকানে অভিযান চালায়া জরিমানা করল! পৃথিবীতে কোথাও শান্তি নাই!’

বসুন্ধরা সিটি না হলেও অন্য কোন শপিং মলে চাইলে তিনি দোকান খুলতে পারেন, বসতে পারেন পাথরের পসরা সাজিয়ে এমন পরামর্শ দেওয়া হলে তিনি আবারও উত্তেজিত হয়ে আমাদের ‘তুমি’ করে বলা শুরু করেন। আহাজারির সুরে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘তোমরা বাজেটের কথা শুনো নাই? জ্যোতিষ ব্যবসায় নাকি ট্যাক্স বাড়াইছে! এখন আমি কই যাব! আমার মতন মানুষের পেটে লাথি মাইরা কার কী লাভ হইল! আমারে কেউ বুঝাও! ইনিংসের প্রথম বলে বোল্ড হয়ে গেলেও এত কষ্ট পেতাম না!’ স্বগোক্তির স্বরে তিনি বলতেই থাকেন, ‘ভাবছিলাম ক্রিকেটিয় জ্যোতিষ হয়ে যাব। বিশ্বকাপের প্রেডিকশন একটাও লাগতেসে না ঠিক করে। বাংলাদেশ প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকারে হারায়া দিল। এরপর বলছিলাম শ্রীলংকার সাথে জিতবে, সেই ম্যাচটাই হইল না। ম্যাচ নাকি জিতছে বৃষ্টি! আরে ভাই! সবাই আমার লগে মজা নিতেছে। আমি আর ব্যবসা করব না!’

ক্রিকেট থেকেও অবসর নিলেন, এবার জ্যোতিষচর্চাও ছেড়ে দিচ্ছেন, তাহলে এবার কী করবেন? প্রশ্ন শুনে তিনি খাতা কলম বের করে কিছু হিসাব নিকাশ করে বলেন, 'গ্রহ-নক্ষত্রের অবস্থান আর নিউমেরোলজি অনুযায়ী এখন ধারাভাষ্য দেয়া শুভ। কমেন্টেটর হিসেবেই কাজ শুরু করবো ভাবছি। এছাড়া শনি আর মঙ্গলের পারস্পরিক অবস্থান কোচিংয়ের দিকে যাওারও ইঙ্গিত করে।'

তবে এরপর বাংলাদেশে কোচিং নিয়েও ঝামেলা আছে, এই তথ্য জানতে পেরে তিনি কিঞ্চিত বিষন্ন হয়ে পড়েন।

২১০ পঠিত ... ২১:০২, জুন ১৩, ২০১৯

Top