জেগে উঠেছে ছোটবেলা থেকেই পানামা সাপোর্টার এসোসিয়েশন

৫৮৬ পঠিত ... ১৯:০১, মার্চ ২৪, ২০১৯

বহুদিন আত্মগোপনে থাকার পর আবার ফিরে আসার বার্তা দিয়েছে ‘আমরা ছোটবেলা থেকে পানামার সমর্থকগোষ্ঠী’। ‘জন্ম থেকে জ্বলছি, পানামার কথা বলছি’ স্লোগানে তারা তাদের এই আত্মপ্রকাশ ঘটেছে। গত ২৩ মার্চ দিবাগত রাতে ব্রাজিলের বিরুদ্ধে পানামার স্নায়ুক্ষয়ী একটি ম্যাচের পর এক গোপন তারবার্তায় সমর্থকগোষ্ঠীর অন্যতম মুখপাত্র লিওনেল দিবালা জানান, ‘ব্রাজিলকে রুখে দেয়াটা আমাদের বিরোধী জোটের প্রতি এক সতর্কবার্তা। যারা আমাদের শক্তি সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন এটি তাদের মুখের উপর এক তীব্র জবাব।’ উল্লেখ্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

‘নিখিল বঙ্গ আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী’র সাথে গোপন সম্পর্কের যে অভিযোগ প্রচলিত আছে তা নিয়ে জিজ্ঞেস করলে তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন ‘বাল্যকাল থেকে পানামার পতাকা বুকে জড়িয়ে ঘুমিয়েছি। তবু যারা এ কথা রটায় ওরা ফুটবলের চেতনাবিরোধী শক্তি।’ তবে একসময় ‘আর্জেন্টিনা কচিকাচা আসর’এর অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন সে কথা স্বীকার করে লিওনেল দিবালা বলেন, ‘সেটা ছিল কৈশোরের ভুল, সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি।’

এদিকে একদিন আগে ২২ মার্চ দিবাগত রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচ শেষে ‘বাসাবো ভেনিজুয়েলা সমর্থকগোষ্ঠী’ নয়া পল্টনে এক আনন্দমিছিল বের করে। ম্যাচটিতে স্বাগতিক আর্জেন্টিনাকে ১-৩ গোলে হারিয়েছে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার ঐতিহাসিক এই জয়ের আনন্দে বের করা মিছিল শেষে গুলিস্তানে এই দলের নেতা কর্মীদের মাঝে নতুন জার্সি ও দুইশ টাকা করে প্রদান করেন তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘সাও পাওলো সাম্বা ক্লাব’ এর ঢাকা শাখার উপদেষ্টা।

‘বাসাবো ভেনিজুয়েলা সমর্থকগোষ্ঠী’র সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে ব্রাজিল সমর্থনের অভিযোগ তুলেছে নানান মহল। এসব অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়ে এই সঙ্ঘের সাধারণ সম্পাদক ক্রিশ্চিয়ানো নেইমার বলেন, ‘আমি ভেনিজুয়েলার রিয়াল সাপোর্টার। আমাদের সময় ভেনিজুয়েলার সাপোর্টার এতো বাড়ছেলোনা।’

৫৮৬ পঠিত ... ১৯:০১, মার্চ ২৪, ২০১৯

Top