দেখতে দেখতে ৪০ বছর পার করে ফেললো সবার প্রিয় রম্য ও স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদ। জনপ্রিয় ইংরেজি স্যাটায়ার ম্যাগাজিন ম্যাড-এর আদলে উন্মাদের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় ১৯৭৮ সালে। দেশের তরুণ কার্টুনিস্টদের 'বস' খ্যাত আহসান হাবীবের সম্পাদনায় গত চার দশক ধরে প্রকাশিত হতে থাকা উন্মাদ পড়ে পাঠক হেসে ক্লান্ত হলেও, হাসিয়ে ক্লান্ত হয়নি উন্মাদ। উন্মাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত ধানমন্ডির দৃক গ্যালারিতে হয়ে গেলো 'উন্মাদ উৎসব'। কার্টুন প্রদর্শনী, কার্টুন প্রতিযোগিতা ছাড়াও উৎসবের পাঁচ দিন জুড়েই ছিল নানান আয়োজন।
উৎসবে হাজির হয়েছিলেন গায়ক শাহেদ, সৈয়দ নাফিস, মিনার রহমানসহ জনপ্রিয় শিল্পীরা। নাচে গানে তারা মাতিয়ে তোলেন পুরো গ্যালারি। কার্টুনের প্রদর্শনী ছাড়াও ছিল বেশ কয়েকটি সেলফি জোন, সেখানেই ভিড় দেখা গেছে বেশি! ছিল ল্যান্ডফোন দিয়ে সেলফি তোলার চ্যালেঞ্জ, উন্মাদ ফ্রেমে উন্মাদ সেজে ছবি তোলার সুযোগ। প্রদর্শনীর পুরো সময় জুড়েই কার্টুনিস্টরা করেছেন দর্শকদের লাইভ ক্যারিকেচার। এছাড়াও ছিল থ্রিডি ইনস্টলেশন ও পেইন্টিং কার্টুন। 'শান্তিতে' উন্মাদ পড়ার সুবিধার্থে ছিল একটি 'উন্মাদাসন'ও!
বছরের পর বছর ধরে উন্মাদ সম্পাদনা করে যাওয়া চিরতরুণ লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব জানিয়েছেন 'উন্মাদ উন্মাদনা'র ৪০ বছর পূর্তিতে তার অনুভূতির কথা, 'উন্মাদ শুধু একটি কার্টুন পত্রিকাই নয়, এটি একটি প্রতিষ্ঠানের মতো যেখানে তরুণ কার্টুনিস্ট ও আইডিয়ানিস্টরা কাজ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন তরুণ-তরুণীরা এখানে কাজ করেছে এবং পরিণত বয়সে বিদায় নিয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে।'
উৎসব যারা মিস করেছেন তাদের জন্য প্রদর্শনীর থেকে বাছাই করা ৩৮টি কার্টুন eআরকি পাঠকদের জন্য দেয়া হলো-
১# তন্ময়

২# ইশমাম

৩# অসীম

৪# ঐশিক

৫# মানিক-রতন

৬# রাফিদ

৭# শিখা

৮# তন্ময়

৯# তন্ময়

১০# তন্ময়

১১#

১২#

১৩# আলভী

১৪# ইশমাম

১৫# তন্ময়

১৬#

১৭# তন্ময়

১৮# মেহেদী

১৯# মেহেদী

২০# রাজীব

২১# তন্ময়

২২# তন্ময়

২৩#

২৪# মাহাতাব

২৫# সিধু

২৬# তন্ময়

২৭#

২৮# তীর্থ

২৯# রাহনুমা

৩০# তীর্থ

৩১# মিতু

৩২# মাহাতাব

৩৩# তন্ময়

৩৪#

৩৫# রোমেল

৩৬#

৩৭# ঐশিক

৩৮# ঐশিক




